ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে তেলের দাম কমলেও বেড়েছে চিনির দাম

প্রকাশিত: ০৪:০২, ১০ মার্চ ২০১৭

বিশ্ববাজারে তেলের দাম কমলেও বেড়েছে চিনির দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম সামান্য বেড়েছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাপী দানা জাতীয় খাদ্য শস্য গম ও ভুট্টার দাম বাড়তে থাকায় এ নিয়ে টানা ৭ মাস খাদ্যের দাম বেড়েছে। ফেব্রুয়ারিতে এফএও এর গড় খাদ্যমূল্য সূচক হয়েছে ১৭৫ দশমিক ৫ পয়েন্ট। গত প্রায় দুই বছরে যা সর্বোচ্চ। জানুয়ারি মাসের সংশোধিত মূল্যসূচক থেকে এটা দশমিক ৫০ শতাংশ বেশি। আর গত এক বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ২ শতাংশ বেশি। বিশ্বব্যাপী ৫ ধরনের খাদ্যপণ্যের দাম তুলনামূলক বিশ্লেষণ করে প্রতি এক মাস অন্তর অন্তর প্রতিবেদন প্রকাশ করে ফাও। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে গত মাসের তুলনায় দানাজাতীয় খাদ্যপণ্যের দাম ২.৫ শতাংশ; মাংসের দাম ১.১ শতাংশ; চিনির দাম দশমিক ৬ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের দাম সামান্য বেড়েছে। তবে উৎপাদনের পূর্বাভাস ইতিবাচক ও চাহিদা কম থাকায় এ মাসে ভোজ্য তেলের দাম ৪.১ শতাংশ কমেছে। এদিকে এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে সার্বিকভাবে পণ্যের উৎপাদন ভাল অবস্থানে থাকবে। তাই এ বছর গত বছরের চেয়ে মূল্যসূচক ১.৮ শতাংশ কমতে পারে।
×