ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গুয়েতেমালায় আশ্রয় কেন্দ্রে আগুনে ২১ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৮, ১০ মার্চ ২০১৭

গুয়েতেমালায় আশ্রয় কেন্দ্রে আগুনে ২১ শিশুর মৃত্যু

গুয়েতেমালায় নির্যাতিত শিশু ও কিশোরীদের একটি আশ্রয় কেন্দ্রে আগুনে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সান হোসে পিনুলা এলাকায় বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জনাকীর্ণ ওই আশ্রয় কেন্দ্রটির কিছু বাসিন্দা রাতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কয়েকটি তোশকে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। সরকার পরিচালিত ভিরহেন দ্য আসুনসিয়ন নামের আশ্রয় কেন্দ্রটির সামনে আশ্রিত শিশু-কিশোরীদের স্বজনরা জড়ো হয়ে বিলাপ করছিল। কেন্দ্রটিতে সর্বোচ্চ ১৮ বছর বয়স পর্যন্ত কিশোরীদের রাখা হতো। আগুনে আহত অন্তত ৪০ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস। মিসরে বোমায় সেনা কর্মকর্তা নিহত মিসরের গোলযোগপূর্ণ উত্তর সিনাইয়ের আল-আরিশ নগরীতে বোমা হামলায় দেশটির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর এএফপির। বুধবার রাতে আল-আরিশ নগরীর এ্যাসিউত সড়কে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কর্নেল ইয়াসের এল-হাদিদি বিস্ফোরণে নিহত হন। এছাড়াও এতে এক সৈনিক ও এক বেসামরিক লোক আহত হয়েছেন। মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালান। ২০১১ সালের জানুয়ারি মাসে এক অভ্যুত্থানে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে দেশটির উত্তর সিনাই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
×