ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালের হাতছানি রিয়াল-বেয়ার্নের

প্রকাশিত: ০৫:২৮, ৭ মার্চ ২০১৭

কোয়ার্টার ফাইনালের হাতছানি রিয়াল-বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ ষোলোর প্রথম লেগের নিজ নিজ ম্যাচে বড় ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ। এ কারণে দল দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। এবার পাকাপাকিভাবে শেষ আট নিশ্চিত করার মিশন। এ লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে দল দুটি। ইতালিয়ান ক্লাব নেপোলি আতিথ্য দিচ্ছে রিয়ালকে। ম্যাচটি হবে নেপলেসের স্টাডিও সাও পাওলোতে। প্রথম লেগে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছে রিয়াল। আরেক ম্যাচে জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখকে বরণ করে নিচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। গানার্সদের মাঠ লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি হবে। প্রথম লেগে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বেয়ার্ন ৫-১ গোলে বিধ্বস্ত করে আর্সেনালকে। ফিরতি লেগেও সুস্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই ধরনের লিড এর আগেও আটটি আসরে পেয়েছে গ্যালাক্টিকোরা। কিন্তু মাত্র চারটিতে তারা সফল হয়েছিল। বিশেষ করে প্রতিপক্ষ দলটি যখন নেপোলি তখন বাড়তি চিন্তা মাথায় রাখতেই হচ্ছে জিনেদিন জিদানকে। গত শনিবার ইতালিয়ান সিরি এ লীগে এ এস রোমার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নেপোলি বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দলটির সেনেগালের সেন্টার-ব্যাক কালিডু কোলিবালি বলেন, আমাদের নিজেদের ওপর আস্থা আছে। আমরা জানি সাও পাওলোতে দুই গোল করার ক্ষমতা আমাদের আছে। আমরা আরও জানি রক্ষণভাগের ওপরই এখন সবকিছু নির্ভর করছে। চ্যাম্পিয়ন্স লীগে এর আগে দুইবার দেখা হয়েছে নেপোলি ও রিয়ালের। ১৯৮৭ সালের সেই লড়াইয়ে দুটি ম্যাচের একটিতে জেতে রিয়াল আর বাকি ম্যাচটি ড্র হয়। এবার ইতোমধ্যে প্রথম লেগ জিতেছে স্প্যানিশ পরাশক্তিরা। ফিরতি লেগে কি হয় সেটাই দেখার। এই ম্যাচে ইনজুরি কাটিয়ে রিয়ালের একাদশে ফিরছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়ালের অনুশীলনে বেশ ফুরফুরেই দেখা গেছে পর্তুগীজ তারকাকে। পেশির সমস্যার কারণে লা লিগার সবশেষ ম্যাচে এইবারের বিপক্ষে দলের বাইরে ছিলেন তিনি। নেপোলি ম্যাচ নিয়েও একটা শঙ্কা ছিল। তবে রিয়াল সমর্থকদের জন্য সুখবর, খেলার জন্য ফিট পর্তুগীজ অধিনায়ক। গত ১৬ ফেব্রুয়ারি প্রথম লেগের ম্যাচে রিয়ালের হয়ে গোল পাননি রোনাল্ডো। ওই ম্যাচে গোল করেছিলেন করিম বেনজেমা, টনি ক্রুস ও কাসেমিরো। ঠিক যে ভয় করছিল আর্সেনাল সেটাই হয়েছে। বেয়ার্ন মিউনিখের কাছে প্রথম লেগে বড় ব্যবধানে হেরে ইউরোপ সেরার আসর থেকে তাদের বিদায় অনেকটাই নিশ্চিত। গত মৌসুমেও ঠিক একই ব্যবধানে বাভারিয়ানদের কাছে হেরেছিল গানার্সরা। ইউরোপ সেরার লড়াইয়ে গত ছয় আসরেই শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্সেনাল। যার দুটি মৌসুমে বেয়ার্নের কাছে হেরেই বিদায় নেয় দলটি। এই আসরেও মোটামুটি বিদায় নিশ্চিত আর্সেন ওয়েঙ্গারের দলের। এমন অবস্থার মধ্যে আজ রাতে ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে গানার্সরা। অলৌকিক কিছুই পারে তাদের কোয়ার্টার ফাইনালের টিকেট পাইয়ে দিতে। প্রথম লেগে আর্সেনালকে ৫-১ গোলে বিধ্বস্ত করা বেয়ার্ন পরের রাউন্ডে খেলতে আশাবাদী। এ্যাওয়ে ম্যাচে গানার্সদের গত পাঁচ মৌসুমে শেষ ১৬ থেকে তৃতীয়বারের মতো বিদায় হওয়া এখন সময়ের বিষয়। গত শনিবার কোলোনের বিপক্ষে জার্মান বুন্দেসলিগায় ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে স্প্যানিশ মিডফিল্ডার জাভি মার্টিনেজ মৌসুমে প্রথম গোল করেন। ডিফেন্সিভ এই মিডফিল্ডার বলেন, আমরা বেশ খানিটকা এগিয়ে আছি। কিন্তু আর্সেনাল সবসময়ই বিপজ্জনক দল। সে কারণেই জিততে হলে আমাদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে হবে। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারছেন না ফিলিপ লাম। কিন্তু বেয়ার্ন অধিনায়ক জানিয়েছেন লন্ডনে ম্যাচের শুরু থেকেই আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের ওপর দাপট দেখাতে তার দল মুখিয়ে আছে। লাম বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ২৫ মিনিটের মধ্যেই আর্সেনালকে বোঝাতে হবে পরের রাউন্ড তাদের জন্য নয়।
×