ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

প্রকাশিত: ০৫:৩৬, ৫ মার্চ ২০১৭

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল অর্থনীতি বিরাজমান। এখানে রয়েছে মধ্যমহারের বার্ষিক প্রবৃদ্ধি, দারিদ্র্য, আয় বণ্টনে অসমতা, শ্রমশক্তির উল্লেখযোগ্য বেকারত্ব, জ্বালানি, খাদ্যশস্য, মূলধনী যন্ত্রপাতির জন্য আমদানি নির্ভরতা এবং বৈদেশিক সাহায্যের উপর ক্রমহ্রাসমান নির্ভরতা। বর্তমানে রাজনৈতিক স্থিাতশীলতা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং সরকারের বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট অগ্রগতি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক উপমন্ত্রী মানেদ্র সিনেগার বাংলাদেশে যৌথ উদ্যোগে সিমেন্ট ও প্লাস্টিক শিল্পের কাঁচামাল উৎপাদনের জন্য কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর সোনাগাঁও হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা প্রকাশ করেছেন মাহেন্দ্র সিনেগার। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। সভায় বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। অর্থনীতি ডেস্ক
×