ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দল

প্রকাশিত: ০৫:২৩, ৫ মার্চ ২০১৭

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। শুক্রবার ঘোষিত এই দলে ইনজুরির কবলে পড়া ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জিসুসের বদলি হিসেবে ডাক পেয়েছেন দিয়েগো সুজা। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ঘোষিত ব্রাজিল দলে মোট তিনটি পরিবর্তন আনা হয়েছে। গত বছরই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছিল গ্যাব্রিয়েল জিসুসের। শুরুতেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। ছয় ম্যাচে অংশ নিয়ে ৫ গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান তারকা। জিসুস-নেইমারদের অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই নতুন কোচ তিতের অধীনে থাকা দলটি বছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। কিন্তু দুর্ভাগ্য জিসুসের। গতমাসে ম্যানসিটির হয়ে খেলার সময় পায়ের হাড় ভেঙ্গে যায়। যে কারণেই সিটির তরুণ ফুটবলারের পরিবর্তে ব্রাজিল দলে ডাক পান ৩১ বছর বয়সী সুজা। চলতি মৌসুমে স্পোর্ট রেসিফের জার্সিতে ১৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৬ গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। স্প্যানিশ লা লিগার ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক অভিজ্ঞ মিডফিল্ডার ফ্লামেঙ্গো দিয়েগোকেও দলে ঠাঁই দিয়েছেন তিতে। তবে এখনও নেইমারের ওপরই নির্ভরশীল ব্রাজিল। যারা তিতের অধীনে টানা ছয় ম্যাচে জয়লাভ করেছে। তার দলে চীনে পাড়ি জমানো খেলোয়াড় রয়েছেন তিনজন। তারা হলেন- ডিফেন্ডার গিল এবং মিডফিল্ডার রেনেতো অগাস্টো এবং পলিনহো। আগামী ২৩ মার্চ মন্টিভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যে ম্যাচে নেইমার-লুইস সুয়ারেজকে দেখা যাবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে। সেই ম্যাচের পাঁচদিন পর সাওপাওলোতে শক্তিশালী প্যারাগুয়েকে আতিথ্য দিবে তারা। এদিকে আগামী ২৮ এপ্রিল লেবাননে বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে আরও একবার বার্সিলোনার জার্সি গায়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। বৈরুতের ক্যামিলি চামোন স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে উভয় দলের সাবেক তারকারা অংশ নিবেন। গত ফেব্রুয়ারিতে বার্সিলোনার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পেয়েছেন রোনাল্ডিনহো। এই ধরনের ঐতিহাসিক ম্যাচে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের এই কিংবদন্তি। গোলরক্ষক ॥ এলিসন, ওয়েভারটন ও এডারসন। ডিফেন্ডার ॥ গিল, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, ড্যানিয়েল আলভেস, ফগনার, ফিলিপ লুইস ও মার্সেলো। মিডফিল্ডার ॥ কাসেমিরো, দিয়েগো, ফার্নানদিনহো, গুইলিয়ানো, পলিনহো, ফিলিপ কুটিনহো, রেনাতো অগাস্টো ও উইলিয়ান। ফরোয়ার্ড ॥ দিয়েগো সুজা, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো এবং নেইমার।
×