ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি ইতিহাসের সেরা ফুটবলার’

প্রকাশিত: ০৪:৩০, ৪ মার্চ ২০১৭

মেসি ইতিহাসের সেরা ফুটবলার’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির গুণমুদ্ধ নন, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বলা হয় তাকে। তাক লাগানো সাফল্যের কারণেই এ স্বীকৃতি। এ কারণে মেসির বার্সিলোনা সতীর্থ লুইস সুয়ারেজ সুযোগ পেলেই আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসা করেন। আরও একবার এ নমুনা মিলেছে। উরুগুইয়ান সুপারস্টার জানিয়েছেন, তার দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার মেসিই। এদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের পারফর্মেন্সে নেই ধারাবাহিকতা। আগের মৌসুমগুলোর মতো গোল পাচ্ছেন না তিনি। যদিও রিয়ালের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে দলের হার এড়িয়েছেন। তবু দলটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ তৃপ্ত নন সি আর সেভেনের পারফর্মেন্সে। তিনি জানিয়েছেন, রোনাল্ডোকে ঠিক তার চেনা ছন্দে দেখা যাচ্ছে না। আশা করছি সে দ্রুতই ছন্দে ফিরবে। দলও এর সুফল ভোগ করবে। ক্লাব ফুটবলে মেসি সম্ভাব্য সবকিছুই জিতেছেন। তবে আর্জেন্টিনার হয়ে আরাধ্যের বিশ্বকাপটাই তো জেতা হয়নি। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠলেও জার্মানির কাছে হারতে হয় দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিদের। এমনকি ক্যারিয়ারে কোপা আমেরিকা ফুটবলের শিরোপাও যোগ করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু সুয়ারেজের মতে, বার্সা ও আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্য তাকে মনে রাখবে সবাই। ২০১৪ সালে বার্সায় যোগ দেয়া সুয়ারেজ এক সাক্ষাতকারে বলেন, ফুটবল ইতিহাসে মেসিই সেরা। মানুষ হিসেবেও মেসি চমৎকার। এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, তার ব্যক্তিত্ব অসাধারণ। আমি যখন বার্সায় আসি তখন সে দারুণ উষ্ণতায় আমাকে গ্রহণ করেছিল। লিভারপুল থেকে বার্সায় আসার সময় রিয়ালের সঙ্গেও নাকি কথা হয়েছিল সুয়ারেজের। এ প্রসঙ্গে উরুগুইয়ান ফরোয়ার্ড বলেন, রিয়ালের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু যখন বার্সিলোনা সামনে আসল, তখন আমি আর কোন দ্বিধায় পড়িনি। চলমান লা লিগায় মেসির সঙ্গে পাল্লা দিয়ে গোল করছেন সুয়ারেজ। মেসির গোল ২১টি, সুয়ারেজের ২০টি। লা লিগার পয়েন্ট তালিকায়ও বার্সিলোনা শীর্ষে। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট কাতালান শিবিরের। সেখানে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও মানুষ হিসেবে মহান মেসি। যে প্রমাণ হরহামেশাই তিনি রাখেন। আর্জেন্টাইন তারকা আরেকবার মানবিকতার পরিচয় দিলেন। নিজের চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে হেপাটাইটিস ‘সি’র ৩ হাজার ডোজ মেডিসিন বিলিয়েছেন মেসি। এর মধ্যে ১ হাজার ডোজ মেডিসিন দিয়েছেন নিজের দেশ আর্জেন্টিনায়। আর বাকিগুলো তিনি বিলিয়েছেন অন্যান্য দেশে, যেখানে হেপাটাইটিস ‘সি’র প্রাদুর্ভাব আছে। হেপাটাইটিস ‘সি’র বিরুদ্ধে লড়াই চালানো মেসি জানান, চিকিৎসা সেবার মাধ্যমে হেপাটাইটিস ‘সি’ থেকে বাঁচা সম্ভব। আমার ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বিশ্বে এই তথ্য জানিয়ে দিতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি এই রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সকল রোগীর পাশে থাকতে চাই আমি। মেসি আরও বলেন, গত দুই বছরে আমি অনেক কিছু অর্জন করেছি। তার মানে এই নয় যে আমি সবকিছুই পেয়েছি। কারণ প্রথমত আপনার নিজেকে সুন্দর করে বাঁচতে হবে। আপনার অর্জন সব নষ্ট হয়ে যাবে, যদি আপনি অন্যের জীবনকে সুন্দর করে দিতে না পারেন। এদিকে সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী মিডফিল্ডার পল পোগবা। বিশ্বরেকর্ড গড়ে ইংলিশ জায়ান্টে আসার পর একের পর এক নেতিবাচক শিরোনাম হয়েছেন। এবার মারামারি করে আবারও নেতিবাচক শিরোনামে এলেন এই তারকা ফুটবলার। বন্ধুদের সঙ্গে ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন রাতের খাবার খেতে। একই রেস্টুরেন্টে খেতে আসা একদল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক অটোগ্রাফ চান পোগবার কাছে। অটোগ্রাফ না দিয়ে তাদের ফিরিয়ে দেন এই ফরাসী তারকা। আর এতেই ক্ষেপে ওঠেন রেডডেভিলস সমর্থকরা। পোগবা তাদের অসম্মান করেছেনÑ এমন অভিযোগে তারা বেশ চড়াও হন ফরাসী ফুটবলারের ওপর। কম যাননি পোগবাও। তিনিও তেড়ে আসেন তাদের দিকে। তাতে যোগ দেন পোগবার বন্ধুরাও। রীতিমতো হুলস্থূল কা- বেধে যায়। উত্তেজিত সমর্থকদের মধ্যে একজন তো রেস্টুরেন্টের প্লেট ছুড়ে মারেন পোগবার দিকে। প্লেটটা পোগবার গায়ে লাগেনি। ঘটনা থামাতে এগিয়ে আসেন রেস্টুরেন্টের কর্মীরা। দুইপক্ষকেই সরিয়ে দেন তারা। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
×