ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিয়মিত অভিনয় করতে চাই ॥ নাফিজ বিন্দু

প্রকাশিত: ০৪:১৯, ৪ মার্চ ২০১৭

নিয়মিত অভিনয় করতে চাই  ॥  নাফিজ বিন্দু

অভিনেতা নাফিজ বিন্দু। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি অদম্য ইচ্ছা। নাট্যসংগঠন ‘বটতলা’র সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন। মঞ্চে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ প্রসঙ্গে তার সঙ্গে কথা হয়। ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রে আপনার অভিনয় সম্পর্কে বলুন। নাফিজ বিন্দু: ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রের মাধ্যমে আমার চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু। মুক্তিযুদ্ধ, প্রেম ও বিচ্ছেদের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আখতার। এতে আমি অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালকের দায়িত্বও পালন করেছি। এ চলচ্চিত্রে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। সরকারী অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মাহফুজ রিজভি, প্রমা পাবনী, বরুণ চন্দ প্রমুখ। চলচ্চিত্রটি নিয়ে সাড়া কেমন? নাফিজ বিন্দু : এ চলচ্চিত্রটি বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। অনেকেই পরিবারসহ চলচ্চিত্রটি দেখতে যাচ্ছেন। আমাদের দেশের নামী-দামী হলগুলোতে চলচ্চিত্রটি চলছে। দর্শক সাড়াও আশাব্যাঞ্জক। পরবর্তী চলচ্চিত্রের খবর কী? নাফিজ বিন্দু : অচিরেই দ্বিতীয় চলচ্চিত্রের কাজ করতে যাচ্ছি। পরবর্তীতে চলচ্চিত্রের নাম সম্পর্কে বিস্তারিত জানাবো। এছাড়াও আমি কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছি। পাশাপাশি আরও কিছু কাজের কথা চলছে তবে আপাতত আমার দ্বিতীয় চলচ্চিত্রেই ফোকাস বেশি রেখেছি। মঞ্চে অভিনয়ের খবর বলুন। নাফিজ বিন্দু : আমি দীর্ঘদিন ‘বটতলা’ নাট্যদলের হয়ে মঞ্চে কাজ করছি। সম্প্রতি আমাদের দলের নতুন প্রয়োজনা ‘ক্রাচের কর্র্নেল’ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছি। শাহাদুজ্জামানের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন ড. সামিনা লুৎফা নিত্রা এবং সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এ ছাড়া এ পর্যন্ত বটতলা প্রযোজিত ৪টি মঞ্চ নাটকে অভিনয় করেছি। সামিনা লুৎফা নিত্রা রচিত এবং মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত ‘যতুগৃহ’ নাটক দিয়ে মঞ্চে আমার অভিনয় শুরু। এরপর দলের ‘খনা’, ‘ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’ এবং ‘ক্রাচের কর্নেল’ নাটকে অভিনয় করেছি। অভিনয় নিয়ে আগামীর পরিকল্পনা কী? নাফিজ বিন্দু : আমি নিয়মিত অভিনয় করতে চাই। সেটা মঞ্চ কিংবা বড় পর্দা যাই হোক না কেন। অভিনয় জগতটা আমার কাছে সমুদ্রের মতো। তবে যতদূর সম্ভব থিয়েটার থেকে আরও অভিনয় শিখে দর্শকদের মুগ্ধ করতে পারাটাই আমার সার্থকতা। -গৌতম পাণ্ডে
×