ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদের চলতি অধিবেশনের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৫:৩৫, ৩ মার্চ ২০১৭

সংসদের চলতি অধিবেশনের মেয়াদ বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের চলতি অধিবেশন চলবে ১১ মার্চ পর্যন্ত। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ অধিবেশন ৯ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশন ১১ মার্চ পর্যন্ত চলবে বলে সংসদকে অবহিত করেন। তিনি জানান, জাতীয় সংসদের চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষ হবে। আর ২৫ মার্চ গণহত্যা দিবসের ওপর ১১ মার্চ সংসদে সাধারণ আলোচনা হবে। ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা একাত্তরে পাকিস্তানী বাহিনীর নির্মমতায় নিহতদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব করেন। তিনি বলেন, একাত্তরে পাকিস্তানী বাহিনীর নির্মমতা ভবিষ্যত প্রজন্ম যেন জেনে বড় হয়, সে লক্ষ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়ার দরকার। পরে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আরও কজন এমপি এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। ওই দিন স্পীকার শিরীন শারমিন বলেন, ২৫ মার্চে গণহত্যা দিবস পালনের দাবি সংবলিত একটি প্রস্তাব আমি ইতোমধ্যেই পেয়েছি। আমাদের একজন সংসদ সদস্য বিষয়টি উল্লেখ করেছেন। আমরা অগ্নিঝরা মাচের যে কোন একদিন সংসদের বৈঠকে আলোচনা করব।
×