ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চক্ষু মেলিয়া ॥ নিয়ামত হোসেন

প্রকাশিত: ০৩:৪৬, ৩ মার্চ ২০১৭

চক্ষু মেলিয়া ॥ নিয়ামত হোসেন

দৈনিক গড়ে ৪টি মিথ্যা... মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৈনিক গড়ে চারটি করে মিথ্যা বলেছেন। মার্কিন মুল্লুকের মিডিয়ার তথ্য এটি। সেখানকার ‘দি পোস্ট’ নামের এক মিডিয়া তাদের ‘ফ্যাক্ট চেকার’ নামের এক প্রকল্পের আওতায় এই তথ্য পেয়ে প্রকাশ করেছে। এই প্রকল্পের আওতায় ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম ৩৩ দিনের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে চার মিথ্যার এই ফল দেখা গেছে। এই প্রকল্পের আওতায় ট্রাম্পের প্রথম ১০০ কার্যদিবসের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। ব্রিটিশ দৈনিক ‘দি ইন্ডিপেনডেন্ট’ জানিয়েছে এই খবর। খবরে আরও জানা গেছে, ‘ফ্যাক্ট চেকার’ প্রকল্পের প্রধান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মতো আর কোন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট-পদপ্রার্থী আগে আসেননি, যিনি অবলীলায় মিথ্যা বলে যান এবং তা যে মিথ্যা তা স্বীকারই করেন না। যাই হোক, এখন ট্রাম্পের কথাবার্তা কাজকর্মে সব নিয়ে আলোচনা চলছে, কোন্টা মিথ্যা, কোন্টা সত্যি তার কথার মধ্য থেকে নির্ণয় করা হচ্ছে এখন দেখা যাক, ১০০ দিনে তিনি মোট গড়ে মিথ্যা বলেন কয়টা? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে তো ‘সীমাহীন’ ক্ষমতার অধিকারী ব্যক্তি। এটাই মনে করা হয়। কথাটা একদিক থেকে সত্যি হলেও অন্যদিক থেকে সত্যি নয়। সে দেশে ক্ষমতাধর অন্যান্য সংস্থা, বিশেষ করে বিচার বিভাগও খুবই শক্তিশালী। সে দেশের সাংবাদিকতাকেও বলা যেতে পারে বিপুল ক্ষমতার অধিকারী। তার অনেক প্রমাণ দেখা গেছে সব সময়। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর থেকেই যেন ঝড় উঠতে থাকে কিছু কিছু করে। এখন দায়িত্ব নেয়ার পর প্রায় রোজই ঝড় তুলছেন একটু বেশি বেশি করে। যে ঝড় উঠছে তার নিজের দেশে। তার ঢেউ এসে লাগছে দুনিয়ার অন্যান্য দেশেও। এই ঝড় শীঘ্রই থামবে এমন লক্ষণ দেখা যাচ্ছে না। প্লেনে সিট নেই তাই ... পাকিস্তানের পিআইএর এক যাত্রীবাহী বিমানÑ বোয়িং ৭৭৭ যাচ্ছিল করাচী থেকে সৌদি আরবে। করাচী থেকে যথাসময়ে বিমান ছাড়ল। কিন্তু দেখা গেল ৭ জন যাত্রীর কোন সিট নেই। যাত্রী উঠেছে বেশি...। তাই সিট না পেয়ে পুরো আকাশ পথে তাদের যেতে হয়েছে দাঁড়িয়ে। বাসযাত্রীর মতো করে ওই বাড়তি কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হয়েছে। প্লেনে যাত্রী মানেই একটি আসন নির্দিষ্ট করা। ওটা তো আর সাধারণ বাস নয় যে হ্যান্ডেল ধরে বা মাথার ওপরের রড ধরে ঝুলে ঝুলে যেতে হবে! প্লেন মানেই ‘সিটিং সার্ভিস’। কিন্তু পিআইএর ওই ফ্লাইটে সিট না পাওয়া যাত্রীদের কয়েক জনকে যেতে হয়েছে দ-ায়মান অবস্থায়। প্রকাশিত এক খবরে জানা গেল এ তথ্য। দুনিয়ার অনেক দেশে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি তাদের ঘরোয়া ফ্লাইটের প্লেনগুলো এক শহর থেকে আরেক শহরে যায় ঠিক বাসের মতো। লোক ভরল তো প্লেন উড়ল। সে সব ফ্লাইটে অল্প দূরত্বে কোন যাত্রীকে দাঁড়িয়ে যেতে হয়, এমনও শোনা যায় না। পাকিস্তানের পিআইএ ফ্লাইটে এক দেশ থেকে অন্য দেশের ফ্লাইটে দাঁড়িয়ে যাত্রী যাওয়ার ঘটনা কি প্রমাণ দেয় না যে সে দেশে নানা পর্যায়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তারই ঢেউ এসে পড়েছে ওদের রাষ্ট্রীয় বিমান সংস্থার মধ্যেও!
×