ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য শেষ চারে খেলা

প্রকাশিত: ০৫:৩৩, ২ মার্চ ২০১৭

স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য শেষ চারে খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৪ মার্চ থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ‘ওয়ার্ল্ড হকি লীগে’র দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। এতে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে আট দল। ইতোমধ্যেই গ্রুপিং ড্র এবং ফিক্সশ্চার হয়ে গেছে। পুল ‘এ’তে আছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ এবং ফিজি। পুল ‘বি’তে আছে চীন, মিসর, ঘানা এবং শ্রীলঙ্কা। প্রতিদিন চারটি করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সোয়া ৯টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চীন-ঘানা। ওইদিনই বিকেল ৪টায় স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে মালয়েশিয়ার। বাংলাদেশের পরের ম্যাচগুলো হলো : রবিবার বিকেল ৪টায় ফিজি এবং মঙ্গলবার একই সময় ওমানের বিরুদ্ধে। টুর্নামেন্টের ফাইনাল ১২ মার্চ, বিকেল ৪টায়। এটিএন বাংলা ২৪টি ম্যাচের মধ্যে বাছাই করে ৭টি খেলা (বাংলাদেশের গ্রুপ পর্বের ৩টি এবং সেমিফাইনাল ও ফাইনালসহ আরও ৪ ম্যাচ)। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়তে পারে। অংশগ্রহণকারী দলগুলোর আবাসন, নিরাপত্তা এবং স্টেডিয়াম ব্যবস্থাপনাসহ সবকিছুই প্রায় শেষ পর্যায়ে। সফরকারী দলগুলোর মধ্যে ঘানা ঢাকায় অবস্থান করছে সপ্তাহ খানেক ধরে। তারা একটু আগেভাগে এসেছে বাংলাদেশের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে মালয়েশিয়া এবং ওমান। শ্রীলঙ্কা বাদে বাকি দলগুলো বুধবারই ঢাকা পৌঁছায়। এ উপলক্ষে বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাহফের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মান কোচ অলিভাজ কার্টজ, যুগ্মসাধারণ সম্পাদক আনভীর আদেল খান, পৃষ্ঠপোষক এফএমসির চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী ও ইনডেক্স গ্রুপের প্রতিনিধি আরিফুল হক প্রিন্স। কোচ অলিভার কার্টজ বলেন, ‘আমাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। প্রস্তুতি পর্যাপ্ত হয়নি। কেননা আফ্রিকা যেতে পারিনি এবং বড় দলগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে পারিনি।’ বাহফে বেশি গুরুত্ব দিচ্ছে দলগুলোর নিরাপত্তায়। কেননা এরআগে নিরাপত্তার অজুহাতে একটি টুর্নামেন্টে খেলতে আসেনি জাপান, হকি ওয়ার্ল্ড লীগ রাউন্ড-২ ঢাকা পর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কানাডা। এ প্রসঙ্গে খাজা বলেন, ‘নিরাপত্তার বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রত্যেকটি গেটে সিসি ক্যামেরা থাকবে। এভাবে ১৬টি ক্যামেরা দিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। যে কোন গেট দিয়ে ঢোকার সময় দর্শকদের দেহ তল্লাশি করা হবে।’ টুর্নামেন্টের বাজেট ১ কোটি টাকা। এরমধ্যে আন্তর্জাতিক হকি ফেডারেশন দিচ্ছে এক হাজার ডলার। বাকি অর্থ দিচ্ছে দুই স্পন্সর প্রতিষ্ঠান। খাজা আরও জানিয়েছেন, মাঠের (টার্ফ) প্রস্তুতি ভাল। ইতোমধ্যে মাঠ পরিষ্কার করা হয়ে গেছে। পাম্পের সমস্যার সমাধান করা হয়েছে। ক্রীড়া পরিষদ বাহফেকে একটা পাম্প কিনে দিয়েছে। গোলপোস্ট দুটির একটি সেট তৈরি হয়েছে। আরেকটার কিছু কাজ বাকি আছে যা দু’একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ইলেকট্রনিক্স স্কোরবোর্ডের কাজও প্রায় শেষের দিকে। আন্তর্জাতিক হকি ফেডারেশন নির্দেশনা দিয়েছিল ম্যাচগুলো দিবারাত্রিতে করার। কিন্তু এখন পর্যন্ত ফ্লাডলাইটের সমস্যার সমাধান করতে পারেনি বাহফে। সেপ্টেম্বরে স্থাপন করা হবে ফ্লাডলাইট এমন প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছ থেকে এবার ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড টু’র আয়োজক হবার অনুমতি পেয়েছে বাহফে। তবে এবার আর ফ্রি খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। কেননা আন্তর্জাতিক হকি ফেডারেশনের বাধ্যবাধকতায় দর্শকদের জন্য টিকেটের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা করে। ক’দিন আগে পরিকল্পনার রদবদল করে বাহফে। ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-টুকে সামনে রেখে নিজেদের আরও ঝালিয়ে নিতে ও শাণিত করতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কারণ ভিসা জটিলতা।
×