ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক বছরে এসএমই ঋণ বিতরণ ১ লাখ ৪১ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫৭, ২ মার্চ ২০১৭

এক বছরে এসএমই ঋণ বিতরণ ১ লাখ ৪১ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে বিনিয়োগ মন্দা পরিস্থিতি সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে। গেল বছর এ খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৩৫ কোটি ৩৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ বিতরণ বেড়েছে ২৬ হাজার ৬৪ কোটি ৯০ লাখ টাকা বা ২২ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছরের লক্ষ্যমাত্রার ১২৫ দশমিক ০৫ শতাংশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে চোখে পড়ার মতো দেশে কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না। চলমান বিনিয়োগ মন্দার মধ্যেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। যার ফলে এ খাতে বেড়েছে ঋণ বিতরণ। তবে এসএমইর নামে ঋণ নিয়ে যেন অন্য খাতে ব্যবহার না হয়, সে জন্য তদারকি ব্যবস্থাও জোরদার করার তাগিদ দেন তারা। প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালের (জানুয়ারি-ডিসেম্বর) সময়ে মোট ১ লাখ ৪৬ হাজারের বেশি নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এসব উদ্যোক্তাদের মাঝে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করেছে ২ হাজার ৯৮১ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১৩ হাজার ৭৪২জন নতুন নারী উদ্যোক্তা ১ হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা ঋণ পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০১৬ সালে এসএমই খাতে এক লাখ ১৩ হাজার ৫০৩ কোটি ৪৩ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে। যা এর আগের বছরে একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭৯ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, আলোচিত বছরে সেবা খাতে ১৬ হাজার ২১৯ কোটি ১৯ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। যা গত বছরের একই সময়ে বিতরণ হয়েছিল ১১ হাজার ৮৫৬ কোটি ৬৮ লাখ টাকা। এতে এক বছরে সেবা খাতে ঋণ বেড়েছে চার হাজার ৩৬২ কোটি বা ৩৬ দশমিক ৭৯ শতাংশ। আর ব্যবসা খাতে ৯০ হাজার ৫৪৭ কোটি ৫৭ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ হাজার ৫৫১ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসেবে ব্যবসা খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ১১ শতাংশ। প্রতিবেদনে আরো দেখা যায়, শিল্প খাতে ৩৫ হাজার ১৬৮ কোটি ৬৩ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ হাজার ৪৬২ কোটি ০২ লাখ টাকা। সুতরাং শিল্প খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৪৫ শতাংশ। পর্যালোচনায় দেখা যায়, এ সময় সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে সেবা খাতে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বলেন, দেশে চলমান বিনিয়োগ মন্দার মধ্যেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। যার ফলে এ খাতে ঋণ বিতরণের পরিমাণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরো দেখা যায়, ডিসেম্বর ’১৬ শেষে এসএমই খাতে ১৩ দশমিক ৫১ শতাংশ ঋণ খেলাপি হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। এ খাতে সর্বমোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৬৩৯ কোটি টাকা।
×