ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুনেকে আইসিসির ‘পুওর’ রেটিং

প্রকাশিত: ০৫:৩৭, ১ মার্চ ২০১৭

পুনেকে আইসিসির ‘পুওর’ রেটিং

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় টেস্টের আর দুই দিন বাকি, অথচ এখনও আলোচনায় প্রথম টেস্টের পিচ। পুনের ওই ম্যাচে দুই ইনিংসে মাত্র ১০৫ ও ১০৭ রানে অলআউট ভারত হারে ৩৩৩ রানের বড় ব্যবধানে। ৭০ রান দিয়ে ১২ উইকেট তুলে নেন আনকোড়া স্টিভ ও’কেফে। মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের যে পিচে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেটিকে ‘পুওর’ রেটিং দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আইসিসির পিচ এ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রসেসের তিন নম্বর ধারা অনুযায়ী আইসিসিকে প্রতিবেদন জমা দিয়েছেন তিনি। নিয়ন্ত্রক সংস্থাটি আবার ভারতকে সতর্ক করে দিয়ে সেটি দেশটির বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়ে দিয়েছে। টানা ১৯ টেস্টে অপরাজিত ভারতকে লজ্জায় ডুবিয়ে ম্যাচটা অস্ট্রেলিয়া মাত্র আড়াই দিনে জিতে নিলে পিচ নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। পতন হওয়া ৪০ উইকেটের ৩১টিই নেন দুই দলের স্পিনাররা। ওদিকে এমন পিচ বানানোর গোমর ফাঁস করে বিসিসিআইকে একহাত নিয়েছেন প্রবীণ পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওকার। বোর্ড নাকি এমন ঘূর্ণি উইকেট তৈরিতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত সেটিই ভারতের জন্য বুমেরাং হয়ে দেখা দেয়। এই ঘটনার পর নড়ে চড়ে বসা বিসিসিআই ব্যাঙ্গালুরুর দ্বিতীয় টেস্টে স্পোটিং উইকেট করা হবে বলে জানিয়েছে। এম চিন্মাস্বামী স্টেডিয়ামে যেটি শুরু ৪ মার্চ। রেফারিকে ঘুষ দিয়ে রিয়ালের জয়! স্পোর্টস রিপোর্টার ॥ দুই গোলে পিছিয়ে পড়ার পরও লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচটির পর অভিযোগের অন্ত নেই। ভিয়ারিয়াল দাবি করেছে রিয়াল নাকি রেফারিকে ‘ঘুষ’ দিয়ে ম্যাচটি জিতেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওই ম্যাচের রেফারির হাতে রিয়ালের দেয়া ‘উপহার ব্যাগ’ও দেখা গেছে। ভিয়ারিয়াল প্রেসিডেন্ট ফার্নান্ডো রইগ দাবি করেছেন, রেফারি ঘুষ নিয়ে রিয়ালকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছে। তিনি বলেন, বিস্মিত হয়েছি যে ম্যাচ শেষে রেফারিরা রিয়াল মাদ্রিদের লোগো সংবলিত প্লাস্টিকের ব্যাগ নিয়ে মাঠ ছেড়েছে। সেসব ব্যাগে কি ছিল তা আমাদের জানা নেই। এ বিষয়ে স্প্যানিশ লা লিগার রেফারির কমিটি জানিয়েছে, ম্যাচ শেষে কোন দলের কাছ থেকে স্যুভেনি নেয়া খুবই সাধারণ একটি ঘটনা। সিরামিকা স্টেডিয়ামেও সেটাই ঘটেছে। রেফারি জেসুস গিল মানজানো ও তার সহযোগীদের ব্যাগে কেবলমাত্র রিয়াল মাদ্রিদ ক্লাবের রিং, পিন এবং কলম ছিল। অন্যকিছু নয়। রেফারি কমিটির এই ব্যাখ্যার জবাবে রইগ বলেন, সবাই বলছে এটা নাকি সাধারণ ঘটনা। কিন্তু সেসব রেফারিদের কাছে ভিয়ারিয়ালের ব্যাগ ছিল না কেন। এটা পরিষ্কার একটা বার্তা দেয়। আলোচিত ম্যাচে শেষ বাঁশি বাজার ১৬ মিনিট আগে রেফারি জেসুস গিল রিয়ালের পক্ষে পেনাল্টি দিয়েছিলেন, যা তাকে সমালোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আর ওই পেনাল্টি গোলের মাধ্যমেই সমতায় ফিরেছিল অতিথি দল। পরে মোরাটার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
×