ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে ঝিল বাংলা সুগার

প্রকাশিত: ০৪:০২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

দরপতনের শীর্ষে ঝিল বাংলা সুগার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর হারানোর শীর্ষে রয়েছে ঝিলবাংলা সুগার মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১৭৬ বারে ৪৩ হাজার ১২৭টি শেয়ার লেনদেন হয়। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৪৪ শতাংশ দর কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭ বারে ৪৫৫টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গার বিডি, ইমাম বাটন, সেন্ট্রাল ফার্মা, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, তিতাস গ্যাস ও পেনিনসুলা চিটাগং লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার দ্বিতীয় সাবমেরিনে যুক্ত হলো বিএসসিসিএল বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবল কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে যুক্ত হয়েছে। তবে এ সংযোগ বাণিজ্যিকভাবে শুরু করতে আরও সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান বলেন, দ্বিতীয় সাবমেরিন কেবল কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে যুক্ত হয়েছে। ‘তুরঙ্কের ইস্তাম্বুলে সি-মি-ইউ-৫ কনসোর্টিয়ামের বৈঠকে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবলের পরীক্ষামূলক সংযোগ চালু হলো। -অর্থনৈতিক রিপোর্টার
×