ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়াল-বার্সাকে চাপে রাখল সেভিয়া

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

রিয়াল-বার্সাকে চাপে রাখল সেভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে এবার সেভিয়া। এবার তারা নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। শনিবার রাত শেষে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার পয়েন্ট সমান ৫২। যৌথভাবে শীর্ষে দু’দল। অথচ চ্যাম্পিয়ন বার্সিলোনা ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। যদিও ২৪ ম্যাচ খেলেছে সেভিয়া, ২৩ ম্যাচ বার্সা এবং ২২ ম্যাচ রিয়ালের। হয়ত সোমবারের পয়েন্ট টেবিলে সেভিয়া পেছনে পড়ে যাবে। কিন্তু এই দুই জায়ান্টকেই এবার লা লিগায় বেশ চাপে রেখেছে সেভিয়া। আরেক দল এ্যাটলেটিকো মাদ্রিদ তো ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পিছিয়েই আছে তাদের চেয়ে। এবার ডিপোর্টিভো লা করুনার দুর্দশা দেখে যে কারও করুণাই হবে। কারণ রেলিগেশনের শঙ্কায় পড়া দলটি কোনভাবেই নিজেদের ফিরে পাচ্ছে না। এবার লিগানেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। প্রথমার্ধে ২-০ এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোলের মধ্যে একটি আবার হয়েছে ৯১ মিনিটে। আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার গর্ব খর্ব করেছে আলাভেস। গত ম্যাচে শীর্ষস্থানে থাকা রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল, এবার নিজেরাই হেরেছে ২-১ গোলে। ৬৯ মিনিটে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল তারাই। কিন্তু ৭৭ ও ৮৫ মিনিটে গোল করে তাদের পরাজয় উপহার দেয় আলাভেস। তবে এ দুটি ম্যাচের দিকে কারও নজর ছিল না। সব নজর এখন কেড়ে নিয়েছে উড়তে থাকা দল সেভিয়া। এবার পুরো লীগেই তারা রিয়াল, বার্সা ও এ্যাটলেটিকোকে চরম চাপের মধ্যে রেখেছে। শুরুর সেই চমকটা এখনও ধরে রেখেছে তারা। শনিবার রাতে অবশ্য হানা দিয়েছিল পরাজয়ের শঙ্কা। কারণ আলাভেস চেপে ধরেছিল সেভিয়াকে। প্রথমার্ধের ৩৬ মিনিটে গোল করে রিয়াল বেতিসকে ১-০ গোলে এগিয়ে দেন দারমিসি। দারুণ চ্যালেঞ্জের মুখে ছিল সেভিয়া। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সেভিয়া। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। ৫৬ মিনিটে মারকাডো গোল করে সমতা আনেন। কিন্তু জয়ের ক্ষুধাটা যায়নি। যদিও গোলটার দেখা পাচ্ছিল না তারা। আর্জেন্টাইন কোচ জর্জ স্যাম্পোলি তাই আক্রমণের ধার বাড়াতে নামিয়েছেন ইবোরাকে। তিনি কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন। ৭৫ মিনিটে কাক্সিক্ষত গোল করে এগিয়ে দিয়েছেন সেভিয়াকে। শেষ পর্যন্ত ওই গোলেই ২-১ ব্যবধানের জয় পায় সেভিয়া। ২৪ ম্যাচে এখন ৫২ পয়েন্ট নিয়ে রিয়ালের সঙ্গে যৌথভাবে শীর্ষে তারা। যদিও রিয়াল ২ ম্যাচ কম খেলেছে। আর ১ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সাও খেলেছে একটা ম্যাচ কম। তবে রবিবার রাতে সঙ্কটাপন্ন কাতালানদের লড়তে হবে এ্যাটলেটিকোর বিরুদ্ধে। নিজেদের অবস্থান নিয়ে সেভিয়া কোচ স্যাম্পোলি বলেন, ‘প্রথমার্ধে আমরা যেমন খেলেছি সেখানে আমাদের ইতিবাচক কিছু খুঁজে পাওয়ার সুযোগ ছিল শূন্য। এ কারণে দ্বিতীয়ার্ধে বৈপ্লবিক কিছু করার প্রয়োজন ছিল জয় পাওয়ার জন্য।’
×