ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক নম্বরে ফেরা হলো না কারবারের

প্রকাশিত: ০৬:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

এক নম্বরে ফেরা হলো না কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুতেই এক নম্বর স্থানটা খুঁইয়েছেন। অপ্রতিরোধ্য মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছিলেন গত বছরের শেষদিকে। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি জার্মান টেনিস তারকা এ্যাঞ্জেলিক কারবার। এক নম্বরের পুরনো মুকুট আবার পুনরুদ্ধার করেছেন সেরেনা। তবে খুব বেশি পিছিয়ে পড়েননি কারবার। শীর্ষস্থান দখলের মোক্ষম সুযোগ এসেছিল দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপসে। কিন্তু সেমিফাইনালে এলিনা ভিতোলিনার কাছে হেরে আপাতত সেই আশা পূরণ হয়নি কারবারের। পরাজয়ের পর এ জার্মান তরুণী জানিয়েছেন আপাতত ইনজুরি আক্রান্ত হাঁটুর পরিচর্যা করতে চান, নিতে চান বিশ্রাম। দুবাইয়ের ফাইনালে ভিতোলিনা ছাড়াও উঠেছেন বিশ্বের ১৫ নম্বর ক্যারোলিন ওজনিয়াকি। মাত্র এক সপ্তাহ আগেই দোহায় কাতার ওপেনে ফাইনাল খেলেছিলেন ডেনমার্কের সুন্দরী ও সাবেক বিশ্বসেরা ওজনিয়াকি। কিন্তু শিরোপা জিততে পারেননি। এবার আরেকটি সুযোগ এসেছে তার। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপসেরও ফাইনালে উঠেছেন তিনি। লাটভিয়ার অবাছাই আনাস্তাসিয়া সেভাস্তভা হেরে গেছেন সরাসরি ৬-৩, ৬-৪ সেটে। মাত্র ৯০ মিনিট সময় নিয়েছেন এজন্য ওজনিয়াকি। তবে মূল দৃষ্টি এদিন ছিল কারবারের দিকে। কারণ দুবাই চ্যাম্পিয়নশিপস জিতলেই আবার সেরেনাকে হটিয়ে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসতেন। গতবছর সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে এক নম্বরে উঠেছিলেন। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেরেনা আবার তাকে হটিয়ে দেন। এবারে শীর্ষে ফেরার সুযোগটা কারবার নিতে পারেননি। ৭ নম্বর বাছাই ইউক্রেনের ভিতোলিনা সেটা হতে দেননি। কারবারকে তিনি হারিয়ে দিয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৩) সেটে। অবশ্য ম্যাচ চলার সময়ই হাঁটু বেশ ভোগাচ্ছিল জার্মান সুন্দরীকে। হাঁটুর সমস্যা নিয়েও দারুণ লড়েছেন তিনি। অবশ্য র‌্যাঙ্কিং কিংবা পরাজয় এসব নিয়ে কোন চিন্তাই আপাতত করতে চাইছেন না কারবার। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কখনও ভাবি না। আমি জানি এক নম্বর হওয়ার অনুভূতিটা কেমন, একবার উঠেছিলাম। আর অবশ্যই আমি সেটা ফিরে পাওয়ার সর্বোচ্চ চেষ্টাই করব। কিন্তু এরচেয়ে বেশি জরুরী নিজের সুস্বাস্থ্য ধরে রাখা। ফিটনেস ঠিক থাকলে আগামী সপ্তাহে কিংবা আগামী মাসেও অনেক কিছু ঘটতে পারে। আমার নামের আগে কত নাম্বার লেখা আছে সেটা কোন ব্যাপার নয়।’ দুবাই আসরের শীর্ষ বাছাই কারবার সেমিতে ৮টি ডাবল ফল্ট করেন। যখনই একটি সেট শেষ হয়েছে কিংবা টাইমআউট পেয়েছেন তখনই চিকিৎসা নিতে দেখা গেছে তাকে। এ বিষয়ে কারবার বলেন, ‘এটা নিশ্চিতভাবেই আমার জন্য সেরাদিন ছিল না। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর আমি অবশ্যই এ ম্যাচটি যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইব। টুর্নামেন্টে যা কিছু ইতিবাচক ছিল সেটা নিয়েই চিন্তা করব। কয়েকদিনের জন্য আমি বাড়ি ফিরছি। সেখানে হাঁটুর দেখভাল করে দেখব কি অবস্থা। এরপর আমি ইন্ডিয়ান ওয়েলস নিয়েও চিন্তা করব।’ মূল প্রতিপক্ষ কারবারও বিদায় নেয়াতে এবার শিরোপা স্বপ্নে বিভোর ওজনিয়াকি। তিনি বলেন, ‘আমার জন্য টানা দুই সপ্তাহ বেশ ভাল গেল। যেভাবে এ দু’টি সপ্তাহ আমি কাটিয়েছি তা নিয়ে সন্তুষ্ট। মানসিকভাবে এটা খুবই ক্লান্তিকর। কিন্তু যা ঘটছে আমার সঙ্গে সেটা নিয়ে গর্বিত বোধ করছি। এখন আরেকটি ভাল ম্যাচ খেলতে চাই। এরপর কিছুদিন ভাল মেজাজ নিয়ে বিশ্রাম নিতে পারব বলে আশা করছি।’
×