ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোল বল বিশ্বকাপের পুরস্কার প্রধান

পদ্মার চরে ক্রীড়াপল্লী গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মার চরে ক্রীড়াপল্লী গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় শেষ হলো রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর। বৃহস্পতিবার সকালে পল্টনে অবস্থিত নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের নারী বিভাগের বিজয়ী দল ভারত ও রানার্সআপ দল ইরান এবং পুরুষ বিভাগের বিজয়ী দল ভারত ও রানার্সআপ দল ইরান দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া তিনি খেলোয়াড়, আয়োজক এবং কর্মকর্তাদের মাঝেও ব্যক্তিগত ট্রফি বিতরণ করেন। ভারত পুরুষ দলের এটি টানা তৃতীয় ট্রফি জয়। আর ইরান গত দুই আসরের মতো এবারও ভারতের কাছে হেরে রানার্সআপ ট্রফি ঘরে তোলে। অন্যদিকে ভারত নারী দলের এটি দ্বিতীয় শিরোপা জয়। আর ইরান নারী দলের এটি সেরা সাফল্য। বাংলাদেশ পুরুষ দল এবারের আসরে চতুর্থ স্থান অধিকার করে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৯ গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন বাংলাদেশের স্কেটার দ্বীন হাসান হৃদয়। উল্লেখ্য, স্কেটার হওয়ার আগে হৃদয় ছিলেন একজন বাদাম বিক্রেতা। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব অশোক কুমার বিশ্বাস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের সভাপতি পেনিয়া কাবিঙ্গে এবং সাধারণ সম্পাদক রাজু ডাবাদে প্রমুখ। টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত (পুরুষ ও নারী) দলকে ট্রফি তুলে দেয়ার আগে দুই ঘণ্টার মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ অন্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ‘আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা একটি উন্নতমানের ক্রীড়াপল্লী গড়ে তুলব। যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও আমরা ওখানে তৈরি করতে চাচ্ছি।’ এবারের রোল বল বিশ্বকাপে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক ৩৯ দেশ ও সর্বোচ্চ ৬২৫ স্কেটার অংশ নেন। নতুন ধরনের এই খেলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘রোল বল খেলাটি বাংলাদেশে খুব পরিচিত খেলা নয়। তবে সময়ের ব্যাপ্তি বিবেচনায় খেলাটির পরিধি অনেক প্রসারিত হয়েছে। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে খেলাটি দেশের আনাচে-কানাচে আরও প্রসার লাভ করবে।’
×