ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টানা ১২ জয়ের পর থামল প্রোটিয়ারা

টেইলরের রেকর্ডের ম্যাচে কিউইদের নাটকীয় জয়

প্রকাশিত: ০৫:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

টেইলরের রেকর্ডের ম্যাচে কিউইদের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডতে ৬ রানের নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে ‘রেকর্ডম্যান’ রস টেইলরের অপরাজিত সেঞ্চুরির (১০২*) ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৯ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে স্বাগতিক কিউইরা। জবাবে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন সফরকারীরাও হারার আগে হারেনি। ৯ উইকেটে ২৮৩ রানে থামে প্রোটিয়াদের সংগ্রহ। নাথান এ্যাস্টলকে টপকে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ১৭ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন টেইলর। পাশাপাশি মাত্র চতুর্থ কিউই ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের ল্যান্ডমার্ক ছুঁয়ে ম্যাচসেরাও হয়েছেন অভিজ্ঞ এই উইলোবাজ। দারুণ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ১-১এ সমতায় ফিরেছে কেন উইলিয়ামসনের দল। ওয়েলিংটনে তৃতীয় ম্যাচ শনিবার। বড় রান টপকাতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে ২১৪ রানেই আট ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। মনে হচ্ছিল, সফরকারীদের হার সময়ের ব্যাপার। কিন্তু শেষ রক্ষা করতে না পারলেও দশ নম্বরে নেমে ৩৪ বলে অপরাজিত ২৯ রান করে ম্যাচটা জমিয়ে তুলেছিলেন তরুণ ফেলুকোওয়েয়ো। এছাড়া কুইন্টন ডি’কক ৫৭, ডোয়াইন প্রিটোরিয়াস ৫০ ও অধিনায়ক ডি ভিলিয়ার্স ৪৫ রান করে আউট হন। তার আগে উইলিয়ামসন (৭৫ বলে ৬৯) ও জিমি নিশামের (৬ চারে ৫৭ বলে ৭১*) ম্যারাথন হাফ সেঞ্চুরি বাদ দিলে কিউই ইনিংসের গল্পটা কেবলই টেইলরের। ১১০ বলে ৮ চারের সাহায্যে ১০২ রানে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক। ক্যারিয়ারের এটি তার ১৭ নম্বর সেঞ্চুরি। এর মধ্য দিয়ে গ্রেট নাথান এ্যাস্টলকে টপকে কিউদের হয়ে সর্বাধিক সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন টেইলর। সর্বোপরি ইতিহাসের ষষ্ঠ ও প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে সবকটি টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে ওয়ানডতে সেঞ্চুরি হাঁকানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৩২ বছর বয়সী তারকা। বাকি পাঁচজন হলেন রিকি পন্টিং, হারশেল গিবস, শচীন টেন্ডুলকর, হাসিম আমলা ও বিরাট কোহলি। এছাড়া ম্যাচে আরও একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র চতুর্থ নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন। তার ওপরে আছেন তিন সাবেক তারকা স্টিফেন ফ্লেমিং, নাথান এ্যাস্টল ও ব্রেন্ডন ম্যাককুলাম। ওয়ানডে অবসরের আগে ফ্লেমিং ২৭৯ ম্যাচে ৮০০৭, এ্যাস্টল ২২৩ ম্যাচে ৭০৯০ ও ম্যাককালাম ২৬০ ম্যাচে ৬০৮৩ রান করেন। ১৮০ ম্যাচে টেইলরের বর্তমান রান ৬০৫২ রান। গত ৪৩.৮৫, হাফ সেঞ্চুরি ৩২টি। স্কোর ॥ নিউজিল্যান্ড ২৮৯/৪ (৫০ ওভার; ব্রাউনলি ৩৪, লাথাম ২, উইলিয়ামসন ৬৯, টেইলর ১০২*, ব্রুম ২, নিশাম ৭১*; মরিস ০/৫৮, পারনেল ১/৪৯, প্রিটোরিয়াস ২/৪০, তাহির ১/৬১, ফেলুকওয়েয়ো ০/৬২, ডুমিনি ০/১৭)। দক্ষিণ আফ্রিকা ২৮৩/৯ (৫০ ওভার; আমলা ১০, ডি কক ৫৭, ডুপ্লেসিস ১১, ডুমিনি ৩৪, ডি ভিলিয়ার্স ৪৫, মিলার ২৮, প্রিটোরিয়াস ৫০, মরিস ৭, পারনেল ০, ফেলুকওয়েয়ো ২৯*, তাহির ০*; সাউদি ১/৬০, বোল্ট ৩/৬৩, নিশাম ০/২০, গ্র্যান্ডহোম ১/১০, উইলিয়ামসন ০/১৬, সোধি ১/৬৩, স্যান্টনার ২/৪৬)। ফল ॥ নিউজিল্যান্ড ৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ রস টেইলর (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজ ১-১এ চলমান।
×