ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর হারানোর শীর্ষে প্রাইম ফাইন্যান্স

প্রকাশিত: ০৩:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

দর হারানোর শীর্ষে প্রাইম ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর হারানোর শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর ৮০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ৩৯৩ বারে ১১ লাখ ২৮ হাজার ৩২২টি শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৮৬ শতাংশ দর কমেছে। ফান্ডটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১০৯ বারে এক লাখ ৩৪ হাজার ১৮০টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স স্পিনিং, সাভার রিফ্যাক্টরিজ, ইমাম বাটন, ইন্টারন্যাশনাল লিজিং, জিলবাংলা সুগার মিল, এইচ আর টেক্সটাইল, এ্যাপেক্স ট্যানারি ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×