ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফের হতাশ করল প্রাইম ফাইন্যান্স

প্রকাশিত: ০৪:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ফের হতাশ করল প্রাইম ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের ধারাবাহিকতায় এবারও বিনিয়োগকারীদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। সোমবার ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪৭ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানির লোকসান বেড়েছে ১৩৭ দশমিক ৪১ শতাংশ বা ২ টাকা ২ পয়সা। একই সময়ে কোম্পানির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৪৭ পয়সা। একই সময়ে কোম্পানির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১৩ টাকা ৬৯ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
×