ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে যোশীকে পাচ্ছে না বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কা সফরে যোশীকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসে হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট মর্যাদা প্রাপ্তির পর ১৭ বছর পেরিয়ে সেটাই ছিল ভারতের মাটিতে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। ঐতিহাসিক সেই ম্যাচ চলার সময়েই ভারতের সাবেক স্পিনার সুনীল যোশীকে বাংলাদেশ দলের স্পিন কোচ করার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। কিন্তু শ্রীলঙ্কা সফরে যোশীকে স্পিন কোচ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ। চুক্তি সংক্রান্ত জটিলতায় যোশীর যোগ দেয়া পিছিয়েছে বলে জানিয়েছেন আকরাম। লঙ্কান কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই স্পিন কোচের সন্ধানে ছিল বিসিবি। কিন্তু পছন্দের কেউ মিলছিল না। ভারত সফরে স্পিন কোচ নির্বাচনে ভারতের কোচ ও সাবেক লেগস্পিনার অনিল কুম্বলের দ্বারস্থ হয় বিসিবি। যোশীকে কোচ করতে কুম্বলেই বিসিবিকে পরামর্শ দেন। সে সময় আকরাম জানিয়েছিলেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে যোগ দেবেন যোশী। কিন্তু সোমবার যোশীর বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন ভারত ছিলাম তখন ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। সে বলেছিল শ্রীলঙ্কা সফরের আগে হয়ত আসতে পারবে।
×