ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজহার বললেন কোহলিকে খেপিও না

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

আজহার বললেন কোহলিকে খেপিও না

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার পুনে টেস্ট দিয়ে শুরু ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের আলোচিত সিরিজ। খেলা মাঠে গড়ানোর আগেই অবশ্য জমে উঠেছে কথার লড়াই। তুখোড় উইলোবাজ বিরাট কোহলিকে আটকানোর অস্ত্রগুলোর মধ্যে সেøজিংও থাকবেÑ বলে হুঙ্কার সফরকারী অধিনায়ক স্টিভেন স্মিথের। দেশটির সাবেক গ্রেট রিকি পন্টিংয়েরও একই মত। অতিথিদের প্রতি সাবেক ভারতীয় সেনাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের সতর্ক বার্তা, ভুলেও এমনটা করতে যেও না, তাতে হীতে বিপরীত হবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ানরা কি দুই বছর আগের কথা ভুলে গেছে? এবারও যদি তারা সেøজিংয়ের আশ্রয় নেয়, তবে কোহলি মুখে ও ব্যাট হাতে তার সমুচিত জবাব দেবে।’ ২০১৫ সালের অস্ট্রেলিয়া সফরে ৪ টেস্টের সিরিজ ২-০তে হেরেছিল ভারত। তবে স্মিথ-মিচেল জনসনদের সেøজিংয়ের জবাবে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি। চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করেই একথা বলেন আজহার। অতীত মনে করিয়ে দিয়ে ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘ভারত ঘরের মাটিতে খেলছে। অধিনায়ক কোহলি ব্যক্তিগত ও দলীয়ভাবে দুর্দান্ত। এবার সেøজিং করতে গেলে ওরাই বিপদে পড়বে। ভুলে গেলে চলবে না কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। সারাবিশ্ব জানে ওকে কোন কিছু দিয়ে আটকানো সম্ভব নয়। সে সব উড়িয়ে দেবে। কেউ ইট ছুড়লে পাটকেলটি ফিরিয়ে দেবে। অসিরা সেøজিংয়ের আশ্রয় নিলে কোহলি মুখ ও ব্যাট দুটো দিয়েই তার পাল্টা দিয়ে দেবে। দু’বছর আগে মিচেল জনসন-নাথান লেয়নদের যেমনটা দিয়েছিল।’ ওই সিরিজের মধ্যপথে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান কোহলি। সেই থেকে জিতেই চলেছে ভারত। টানা ছয় সিরিজে জয়, অপরাজিত ১৮ টেস্টে। উঠে এসেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে অনবদ্য ২০৪ রানের ইনিংস উপহার দিয়ে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরির অনন্য এক রেকর্ড গড়েছেন কোহলি। কোহলিতে মুগ্ধ আজহার আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়াকে সামনে পেলে কোহলি আরও বেশি করে চনমনে হয়ে ওঠে। এবারের সিরিজ সামনে রেখে উত্তাপটা বেশ বেড়ে গেছে। ও নিশ্চই ভাল কিছু দিতে টগবগ করে ফুটছে। কোহলির এই ক্ষুধাটা দেখে আমি মুদ্ধ। মঞ্চ যত বড় হয় ওর জেদটা যেন তত বেড়ে যায়।’ নিজে বড় মাপের ব্যাটসম্যান ছিলেন, সফল অধিনায়কও। অভিজ্ঞতা থেকেই আজহার মনে করেন, ভাল খেলতে না পারলে কেবল সেøজিং দিয়ে জেতা যায় না, ‘প্রথমত আমি মনে করি, ভাল খেলোয়াড় কখনও সেøজিং করে না। ক্রিকেটে এসব অস্ট্রেলিয়াই আমদানি করেছে। প্রথম শুরু হয়েছিল স্টিভ ওয়াহ’র আমলে।’ ব্যক্তিগত লড়াইয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘কোহলিকে আটকাতে ওরা বাঁহাতি পেসার মিচেল স্টার্কের ওপর নির্ভর করবে। যে কোন কন্ডিশনে স্টার্ক দুর্দান্ত। ওদের সাফল্যের অনেকটাই অধিনায়ক স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিংয়ের ওপর নির্ভর করবে।’ রবিচন্দ্রন অশ্বিন স্মিথদের জন্য ফ্যাক্টর বলে মনে করেন আজহার, ‘গত দুই মৌসুমে টেস্টের সেরা বোলার অশ্বিন। ওকে এখন কেউ খেলতে পারছে না। আর অস্ট্রেলিয়া তো বরাবরাই স্পিনে দুর্বল। আমি নিশ্চত অশ্বিন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে দেখা দেবে।’ সিরিজটা কোহলিরা অন্তত ৩-০তে জিতবে বলেও মনে করেন আজহার।
×