ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইব্রাহিমোভিচ ও জেকোর দুরন্ত হ্যাটট্রিক

প্রকাশিত: ০৬:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ইব্রাহিমোভিচ ও জেকোর দুরন্ত হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স যত বৃদ্ধি পাচ্ছে ধার যেন আরও বাড়ছে জ¬াতান ইব্রাহিমোভিচের। তারকা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছেন। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লীগ ফুটবলের শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করেছেন সুইডিশ সুপারস্টার। ইব্রার হ্যাটট্রিকে ভর করে ওল্ডট্র্যাফোর্ডে অতিথি ফরাসী ক্লাব সেইন্ট এটিয়েনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। সহজ এই জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল রেড ডেভিলসরা। আগামী ২২ মার্চ ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। ইব্রার মতো রাতটি রাঙিয়েছেন এডিন জেকো। যুগোশ্লাভিয়ার এই ফরোয়ার্ড স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিরুদ্ধে ইতালিয়ান ক্লাব এ এস রোমার ৪-০ গোলের জয়ে একাই করেণ তিন গোল। প্রতিপক্ষের মাঠে বিশাল এই জয়ে রোমারও প্রিকোয়ার্টার প্রায় নিশ্চিত। ফিরতি লেগ নিজেদের মাঠে খেলবে ইতালিয়ান ক্লাবটি। ম্যানইউ’র জার্সিতে এটা প্রথম হ্যাটট্রিক ইব্রাহিমোভিচের। ম্যাচের ১৫ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন সাবেক বার্সা তারকা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জোশে মরিনহোর শিষ্যরা। বিরতির পর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবারও সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ৩৫ বছর বয়সী ইব্রা। পুরো ম্যাচ জুড়েই অতিথি ফরাসী ক্লাবের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখেন পোগবা-ইব্রাহিমোভিচরা। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি থেকে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ইব্রা। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন রেড ডেভিলস কোচ মরিনহো। বিশেষ করে ইব্রার উচ্ছ্বাসিত প্রশংসা করেন স্পেশাল ওয়ান। মরিনহো বলেন, কোন প্রশংসা ওর (ইব্রাহিমোভিচ) জন্য যথেষ্ট নয়। প্রতিনিয়ত সে প্রমাণ করে চলেছে কেন সেরা। স্পেনে উড়ে এসে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরেছে সাইপ্রাসের দল এ্যাপোয়েল। সান ম্যামেজ স্টেডিয়ামে বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেছেন আরিজ আডুরিজ ও ইনাকি উইলিয়ামস। অন্য গোলটি আত্মঘাতী। তবে এ্যাথলেটিক পারলেও ভিয়ারিয়াল পারেনি। নিজেদের ডেরা এল মাদরিগাল স্টেডিয়ামে এডিন জেকোর হ্যাটট্রিকে রোমার কাছে ০-৪ গোলে হেরেছে ইয়োলো সাবমেরিনরা। অন্যদিকে পোককে ৩-০ ব্যবধানে হারাতে লক্ষ্যভেদ করেছেন শালকের ইয়ান ক্লাস হান্টেলার ও ম্যাক্স মেয়ার।বেলজিয়ামে গিয়ে হেরেছে মৌরিসিও পচেট্টিনোর টটেনহ্যাম হটস্পার। গ্যালামকো এ্যারেনায় স্বাগতিক ক্লাব জেন্টের কাছে ১-০ গোলে হারে স্পার্সরা। ৫৯ মিনিটে ‘দ্য বাফোলো’দের হয়ে একমাত্র গোলটি করেন দলটির ফরাসী ফরোয়ার্ড জেরমি পারবেট। অন্যান্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রাসনোডার, লিঁও, ফিওরেন্টিনা, রোস্টভ ও কোপেনহ্যাগেন। ক্রাসনোডার নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে ফেনেরব্যাচকে। ফিওরেন্টিনার জয়ও একই ব্যবধানে। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা হারিয়েছে জার্মান বুন্দেসলিগার দল বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচকে। বড় জয় পেয়েছে রোস্টভ ও লিঁও। রোস্টভ নিজেদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্পার্টা প্রাগকে। লিঁও ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক আলকামারকে। এছাড়া কোপেনহ্যাগেন ২-১ গোলে হারিয়েছে লুডোগোরেটস রাজগ্র্যাডকে। গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস গোলশূন্য ড্র করেছে তুরস্কের ক্লাব ওসমানলিসপোরের সঙ্গে।
×