ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইর শেয়ারধারী পরিচালক নির্বাচন ২১ মার্চ

প্রকাশিত: ০৩:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ডিএসইর শেয়ারধারী পরিচালক নির্বাচন ২১ মার্চ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ। নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন, হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন-উর-রশিদ ও এম এ্যান্ডজেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ। বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী ও খাজা গোলাম রসূলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে স্টক এক্সচেঞ্জটির পর্ষদে দুটি পদ শূন্য হচ্ছে। তথ্যানুযায়ী, আগামী ২১ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন বিরতি ছাড়া ভোটগ্রহণ চলবে। ডিএসই ভবনের নিচ তলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল জানা গেলেও আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম এজিএমে। ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী সদস্যদের ২৫ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। নির্বাচনে ভোটারদের প্রাথমিক তালিকা ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এবং যাচাই-বাছাই শেষে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন বিকেল ৪টায় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ নির্বাচনে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ডিমিউচুয়ালাইজেশনের আইন অনুসারে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ সদস্য থাকেন। এর মধ্যে সাত স্বতন্ত্র পরিচালক, চার শেয়ারহোল্ডার পরিচালক, একজন কৌশলগত বিনিয়াগকারী পরিচালক ও স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে পর্ষদ সদস্য হিসেবে থাকেন। শেয়ারহোল্ডার পরিচালকরা স্টক এক্সচেঞ্জের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হন। কারও মেয়াদ শেষ হওয়ার পর শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠান করে ডিএসই। সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের মাধ্যমে ডিএসইর পর্ষদে আসেন স্টক এক্সচেঞ্জটির সাবেক সভাপতি রকিবুর রহমান।
×