ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তির্যকের ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক আয়োজন

প্রকাশিত: ০৫:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

তির্যকের ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক আয়োজন

সাজু আহমেদ ॥ মহান মুক্তিযুদ্ধের ফসল আমাদের মঞ্চনাটক। দেশের নাট্য ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে চলেছে চট্টগ্রামের তির্যক নাট্যদল। সম্প্রতি দলেটি প্রতিষ্ঠার ৪২ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় দেশ ও দেশের গ-ি পেরিয়ে চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করবার কাজে নিয়োজিত রয়েছে। নানবিধ কর্মকা-ের ধারাবাহিকতায় এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৪টি নাটকের ২ হাজার ৭০৬টি প্রদর্শনী সম্পন্ন করেছে। সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে দলটির উদ্যোগে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) ‘নাট্যভাষা বাংলা আমার’ শিরোনামে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। মহান ভাষা শহীদ দিবসের চেতনাকে ধারণ করে তির্যক নাট্যদল প্রতিবছর এই নাট্যায়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ভাষা দিবসের ৬৫তম বার্ষিকীতে ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক ১৫তম এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় করা হয়েছে ‘দর্শক, নাট্য ও সংস্কৃতিকর্মী সম্মিলনে নাট্য-ভাবনা বিনিময়’। পাঁচ দিনব্যাপী এ আয়োজন শুরু হবে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার। চলবে ২১ পর্যন্ত। দল সূত্রে জানা গেছে এই নাট্যায়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টিআইসি গ্যালারিতে তির্যকের নাট্য-স্মারক প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল ৪টায় টিআইসি লেকচার থিয়েটারে নাট্য সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, লেকচার ওয়ার্কশপ, একুশের প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় মুক্তমঞ্চে থাকবে একুশের কথামালা, প্রীতি-বিতর্ক, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠান। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় টিআইসি মূল মঞ্চে মঞ্চনাটক ও যাত্রাপালা পরিবেশিত হবে। ৫ দিনের এই আয়োজনে অংশ নেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নাট্যদল ও নাট্যব্যক্তিত্বরা। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এই নাট্যায়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। নাট্যায়োজন উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টায় বিষয়ভিত্তিক কথোপকথন ‘নাট্য সংলাপ মনোজ মিত্রের সঙ্গে মামুনুর রশীদ’ বিষয়ে অংশ নেবেন নাট্যকার-নির্দেশক-অভিনেতা মনোজ মিত্র ও নাট্যকার-নির্দেশক-অভিনেতা মামুনুর রশীদ। প্রতিদিন সন্ধ্যে ৭টায় মূল মঞ্চে নাটক ও যাত্রাপালা মঞ্চায়ন হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবা তির্যক পরিবেশন করবেন নাটক ‘তরঙ্গভঙ্গ’, ১৮ ফেব্রুয়ারি বঙ্গলোকের ‘রূপচাঁন সুন্দরীর পালা’, ১৯ ফেব্রুয়ারি মণিপুরি থিয়েটারের ‘দেবতার গ্রাস’, ২০ ফেব্রুয়ারি দেশ অপেরা পরিবেশনায় থাকছে ‘আমি অমলেন্দু বিশ্বাস’ এবং আয়োজনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি তির্যক পরিবেশন করবে ‘তরঙ্গভঙ্গ’। পাঁচ দিনের এই আয়োজনে নাটক ও যাত্রাপালার অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
×