ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভবনজুড়ে ভোজনডেরা

প্রকাশিত: ০৫:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ভবনজুড়ে ভোজনডেরা

হান্ডি ধানমণ্ডির রূপায়ণ জে আর প্লাজার আরেকটি স্ট্যান্ডার্ড মানের রেস্টুরেন্ট হান্ডি। ২০১৬ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে। ধানম-ি ছাড়াও গুলশান, চিটাগাং ও কক্সবাজারে রয়েছে এর শাখা। হায়দ্রাবাদের চমৎকার বিরিয়ানির জন্য বিখ্যাত এই রেস্টুরেন্ট। ভোজনপ্রিয়রা এই বিরিয়ানি খেতে ছুটে আসে দূর-দূরান্ত থেকে। এছাড়াও রয়েছে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ফুড, দোসা, নান, কাবাব টিকা, ফুচকা, চার্ট, রোলসহ সব বিভিন্ন রসালো খাবার। ইন্টোরিয়োরের পরিবেশ আপনাকে পছন্দ করতেই হবে কেননা এমনভাবে সাজানো হয়েছে জা কিনা পছন্দ না হয়ে কোন উপায় নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের মান ও সাদে এগিয়ে থাকতেই পারে হান্ডি। ছাত্রছাত্রীদের জন্য থাকছে সেট মেনু আর রিজেনেবল প্রাইস তো আছেই। খাবারের কোয়ালিটির বিষয়ে কোন ছাড় দিতে রাজি নয় এই হান্ডি। শর্মা কিং রেস্টুরেন্ট রূপায়ন আর যে প্লাজার আরেকটি রেস্টুরেন্ট শর্মাকিং রেস্টুরেন্ট। ২০১৫ সালের ডিসেম্বরে খিলগাঁও, কক্সবাজারের পর ধানম-িতে যাত্রা শুরু করে এই রেস্টুরেন্টটি। শর্মা প্রিয়দের কাছে এ যেন এক জাদুর জায়গা। এখানকার জনপ্রিয় খাবার শর্মা ছাড়াও রয়েছে পাস্তা, পিৎজা, ইতালির চিকেন কিং থেকেই এসেছে শর্মা কিং। সি ফুড, থাই ফুড, চাইনিজ ফুড, জুসবার, আইস্ক্রিম পার্লার দিয়ে জনপ্রিয়তা ধরে রেখেছে এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এর ইন্টোরিয়োরটা সাজানো হয়েছে একটু অন্যরকম ভাবে। ভোজনপ্রেমীদের জন্য কিছুটা সময় আলাদাই থাকে খাবারের জন্য। সারাদিন কর্মব্যস্ততার পর ভোজনপ্রেমীরা চাই মনোমুগ্ধকর পরিবেশে কিছুটা সময় পার করতে সঙ্গে যদি খাবারের মানটাও ভাল হয় তাহলে তো আর কথায় নেই। রয়েছে স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় ও মেম্বারশিপ কার্ড। আর কাপোলদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। খাবারে দামটাও আছে একদমই হাতের নাগালে। অকেশনালি অফারতো রয়েছেই এখানে আর ভ্যালেন্টাইন অফারতো চলছেই। রয়েছে সেলফিজোনের ব্যবস্থা। মন যদি খারাপ থাকে আর যদি কিনা ভাবেন মন ভাল করার উপায় কি তাহলে বলতেই হবে চলে আসুন শর্মা কিং রেস্টুরেন্ট এ। অলিম্পিয়া প্যালেস রেস্টুরেন্ট শহরের ধানম-ির স্ট্যামফোর্ড ইউনিভারসিটির পাশে অবস্থিত অলিম্পিয়া প্যালেস রেস্টুরেন্ট। অলিম্পিয়া স্পেশাল স্যুপ এর জন্য বিখ্যাত এই রেস্টুরেন্ট। এছাড়াও থাইকুয়েজন, চাইনিজ কুয়েজন, ইন্ডিয়ান এ্যান্ড ওরিয়েন্টাল খাবারের জন্য বিখ্যাত এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের এসব গুণগতমানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই রেস্টুরেন্টটি। প্রতিদিন প্রায় ২০০ এর ও বেশি খাবার পিয়াসু লোক আসেন এইখানে। স্টুডেন্টদের জন্য সেট মেনু আর বিভিন্ন অকেশনে অফারের ব্যবস্থা দিয়ে রাখছে এই রেস্টুরেন্টটি। অফারের মধ্যে আছে বাই ওয়ান গেট ওয়ান। রেস্টুরেন্ট এর ইন্টোরিয়োর সাজানো হয়েছে মনের মতো করে। এক কথায় অসাধারণ। আবহাওয়া, পরিচ্ছন্নতা, খাবারে সাদ সব মিলিয়ে ভাল না লেগে কোন উপায় নেই। ফুড প্রাইসো অনেক রিজেনেবল। ইন্সটাবাইট শহরের খিলগাঁওয়ের তালতলায় মনোরম এক পরিবেশে গত বছরের শেষের দিকে যাত্রা শুরু করে ইন্সটাবাইট। শহরের খিলগাঁওয়ের তালতলায় মনোরম এক পরিবেশে গত বছরের শেষের দিকে যাত্রা শুরু করে ইন্সটাবাইট। খাবারের মান, স্বাদ আর পরিবেশন দিয়ে খুব অল্প সময়েই বেশ ভাল নাম কুরিয়েছে। সেই সঙ্গে অর্জন করেছে ভোজন রসিকদের আস্থা। বার্গার প্রধান রেস্তরাঁটিতে অনেক ধরনের বার্গার পাওয়া গেলেও চীজ ডিলাইট বার্গারটি ভোজন রসিকদের কাছে সবচাইতে জনপ্রিয়। সর্বশেষ তারা তাদের মেনুতে পেরি পেরি নামক একটি বার্গার সংযোজন করে। এছাড়া এখানে খাবারের তালিকায় রয়েছে পেরি পেরি চিকেন, চিকেন উইংস, বিভিন্ন প্রকার শেক ও সেট মেনু। ইন্টরিয়র সাজানো হয়েছে চমৎকার ভাবে। সিগ্ধতায় ছোঁয়া আর খাবারের স্বাদে আপনি হারিয়ে যাবেন অজানায়। খাবারের দামও রিজেনেবল। শহরের খিলগাঁওয়ের তালতলায় মনোরম এক পরিবেশে গত বছরের শেষের দিকে যাত্রা শুরু করে ইন্সটাবাইট। খাবারের মান, স্বাদ আর পরিবেশন দিয়ে খুব অল্প সময়েই বেশ ভাল নাম করেছে।
×