ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত ইভেন্ট ১৫০ মিটারেও বোল্ট ঝড়

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

ব্যক্তিগত ইভেন্ট ১৫০ মিটারেও বোল্ট ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ আগে কখনও ১৫০ মিটার দৌড়াননি। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সর্বকালের সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিংবদন্তি হয়ে গেছেন ক্যারিয়ার শেষ হওয়ার আগেই। তবে এ মৌসুম শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগতকে বিদায় জানাবেন জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট। এর আগেই এবার দলগত এ্যাথলেটিক্স ইভেন্টের উদ্ভাবন করেছেন তিনি। সিরিজের শেষদিন শনিবার মেলবোর্নের লেকসাইড স্টেডিয়ামে ব্যক্তিগত ১৫০ মিটার স্প্রিন্ট ইভেন্টেও জিতেছেন এ গতিদানব। মাত্র ১৫.২৮ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন বোল্ট। এদিন রাতে অবশ্য দলগত রিলে ইভেন্ট দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত নিট্রো এ্যাথলেটিক্স সিরিজ। প্রথমবারের মতো অভিনব এ প্রতিযোগিতার শুরু হয় ৫ ফেব্রুয়ারি। প্রথম সিরিজে বিজয়ী বোল্টের অলস্টার ক্লাব ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রতিযোগিতায়ও জিতেছে। সবমিলিয়ে ৬ দলের এ নিট্রো সিরিজে বোল্টের রাজত্ব, শ্রেষ্ঠত্ব ও আধিপত্যই চলছে। গতির জগতে তিনিই সর্বসেরা এর মাধ্যমেও সেই প্রমাণ মিলেছে। বাকি ৫ দল সুযোগই পায়নি। তবে শনিবার শেষদিনের সকালটা ছিল বোল্টের জন্যও নতুন। আন্তর্জাতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রতিযোগিতায় নামেন এদিন ১৫০ মিটার স্প্রিন্টে। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডধারী এবং একযুগ ধরে একক আধিপত্য ধরে রাখা বোল্টকে ১৫০ মিটারেও কেউ ছুঁতে পারলেন না। শুরু থেকেই লিড নিয়ে নেন বোল্ট। শেষ পর্যন্ত আর কেউ তাকে ধরতে পারেননি, ১৫.২৮ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন সবার আগে। জয়ের পর অবশ্য বোল্ট বরাবরের মতোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এ বিষয়ে এ গতিতারকা বলেন, ‘বেশ অগোছালো ছিলাম মনে হয়েছে। এমন একটি রেসে আমি অভ্যস্ত নই। আর চলতি মৌসুমে তেমন একটা দৌড়াইনি। যে কারণে কিছুটা অস্বস্তির মধ্যে ছিলাম।’ বোল্টের জয়ের দিনে মহিলাদের ব্যক্তিগত ১৫০ মিটার ইভেন্টে চমক দেখিয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার কিশোরী রাইলি ডে। ১৬ বছর বয়সী এ কিশোরী সবাইকে অবাক করে দিয়ে জিতে গেছেন। কুইন্সল্যান্ডের এ স্কুল শিক্ষার্থী হারিয়ে দেন ইংল্যান্ডের মার্গারেট এ্যাডোইয়েকে। আর এ জয়টি অস্ট্রেলিয়া দলের জন্যও শেষ ইভেন্টে বাড়তি অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাইলি এভাবে বিস্ময়কর জয় তুলে নেয়ার কারণে দলের সবাই বেশ উজ্জীবিত। উচ্ছ্বাসটা ধরে রাখতে পারছেন না রাইলি নিজেও। তিনি বলেন, ‘আজ পর্যন্ত এটাই আমার সেরা অনুভূতি।
×