ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০৫:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসে যাচাই-বাছাই কমিটির বৈঠকে হৈচৈ হওয়ার পর যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। বিক্ষুব্ধরা অবিলম্বে যাচাই কমিটির সদস্যদের নাম পুনরায় সংশোধনের জন্য জামুকা ও মুবিমসহ সরকারের দৃষ্টি কামনা করেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে মুবিম প্রতিনিধি হিসেবে গাজী শেখ মোহাম্মদ আলাউদিনের পরিবর্তে যুদ্ধকালীন কমান্ডার গাজী সোহরাব হোসেন (সিএনসি) এবং জামুকা প্রতিনিধি জেলা ইউনিট কার্যালয়ের ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধুরীর (জগলু) পরিবর্তে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের নাম আসায় এ ঘটনা ঘটে। এ নিয়ে বৈঠক করে সমঝোতা করার চেষ্টা করা হলেও তা না হওয়ায় সদরের যাচাই-বাছাই কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
×