ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্যাসোলিনের প্রভাব তেলের বাজারে

প্রকাশিত: ০৫:১৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাসোলিনের প্রভাব তেলের বাজারে

যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের মজুদ অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে তেলের বাজারে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর আরেক দফা বেড়েছে। তবে সরবরাহ বাড়তি থাকায় এ বাজার এখনও চাপে রয়েছে। খবর রয়র্টাসের। খবরে বলা হয়, গত বৃহস্পতিবার অপেক্ষাকৃত উন্নত মানের ব্রেন্ট ক্রুড শ্রেণীর তেল ব্যারেলপ্রতি বিক্রি হয় ৫৫.৪১ মার্কিন ডলার। যা গত কার্যদিবস থেকে দশমিক ৫ শতাংশ বেশি। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট শ্রেণীর তেল বিক্রি হয় ব্যারেলে দশমিক ৫ শতাংশ বেড়ে ৫২.৬০ ডলার। মার্কিন জ্বালানি প্রশাসন (ইআইএ) জানায়, গত সপ্তাহে তাদের গ্যাসোলিনের মজুদ ৮ লাখ ৬৯ হাজার ব্যারেল কমেছে। বর্তমানে মজুদ আছে ২৫৬.২ মিলিয়ন ব্যারেল। অথচ বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল গ্যাসোলিনের মজুদ ১.১ মিলিয়ন ব্যারেল বাড়বে। -অর্থনৈতিক রিপোর্টার
×