ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোল্টের দাপট অব্যাহত

প্রকাশিত: ০৬:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বোল্টের দাপট অব্যাহত

স্পোর্টস রিপোর্টার ॥ নিট্রো এ্যাথলেটিক্স সিরিজের দ্বিতীয়দিনেও দাপট অব্যাহত রেখেছে উসাইন বোল্টের দল অলস্টার। তবে এদিন রেফারির ভুলে বিতর্কও তৈরি হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অলিম্পিকে আট স্বর্ণপদক জয়ী উসাইন বোল্ট। মূলত এ্যাথলেটিক্সকে জনপ্রিয় করার জন্যই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজন করা হয় নিট্রো এ্যাথলেটিক্স সিরিজ। গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথমদিনের ইভেন্টে সবার আগে থেকেই প্রতিযোগিতা শেষ করে বোল্টের দল অলস্টার। বৃহস্পতিবার দ্বিতীয়দিনেও সেই একই চিত্রনাট্য। ৪ গুণিতক ১০০ মিটার মিশ্র রিলের ফাইনালে অনায়াসেই সবার আগে প্রতিযোগিতা শেষ করে উসাইন বোল্টের দল। কিন্তু বাটন পরিবর্তনে ভুল করলে অস্ট্রেলিয়াকে বাতিল ঘোষণা করা হয়। অথচ ভুল করে অস্ট্রেলিয়াকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ঘোষণা করে বসেন রেফারি। যদিওবা পরবর্তীতে তা সংশোধন করে উসাইন বোল্টের দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট। সম্প্রতি সতীর্থের ডোপ কেলেঙ্কারিতে পদক হারানোর পর নিট্রো সিরিজেই প্রথম অংশগ্রহণ করেন বোল্ট। জ্যামাইকান স্প্রিন্টারের এটাই শেষ মৌসুম। যে কারণে নিট্রো সিরিজের দ্বিতীয়দিনের ইভেন্টে পারফর্ম করার পর বোল্ট জানিয়েছেন কোন ধরনের চাপ নিতে চান না তিনি। এ বছর লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যা হবে বোল্টের ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
×