ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জগলুল হায়দার-এর গুচ্ছছড়া

প্রকাশিত: ০৬:২১, ১১ ফেব্রুয়ারি ২০১৭

জগলুল হায়দার-এর গুচ্ছছড়া

বই কার্টুন কার্টুন ছোট্টবেলা পার করেছি কার্টুন ভেবে মাথা অনেক ভার করেছি। ভাল্লাগে না তাই তো আর কার্টুনে মন নাই তো আর। ভিডিও গেমস সেও তো মেলা নষ্ট সকাল সাঁঝের বেলা সময় শুধু পার আর না এসব আর। ইচ্ছে করে জানলা খুলে দৃষ্টি রেখে সজীব ফুলে এখন নেবো শ্বাস উপায়-ই নেই চারপাশে যে ইটপাথরের ফাঁস। শেষে- বই খুললাম টেবিলটাতে এসে। নীলের আকাশ বর্ণমালায় অমনি দিলো ধরা বইয়ের পাতায় আস্ত ভুবন আলোয় আলোয় ভরা। বই প্রেম বছর ঘুরে ফেব্রুয়ারির মাস এসেছে আবার দিন এসেছে বইয়ের খোঁজে বইমেলাতে যাবার। দিন আসে এই প্রকৃতিতে লাল শিমুলের ফাগুন বইয়ের বুকে জ্বলবে আবার আঁধার চেরা আগুন। সেই আগুনের দীপ্তিতে সব খুঁজবে আভা আলোর বইগুলো সব বলবে কথা যত্ত রকম ভালোর। ছুটবে খোকা ছুটবে খুকি লুটবে খুশির সামান বইপ্রেমে তাই এখন সবাই অন্য কথা থামান! মেলায় যাই একটা বই দুইটা বই তিনটা বই ধলবো ছবিগুলা পলবো। ছবিগুলা পলতে মজা আদল কলে ধলতে মজা তাই ভাইয়া আল আপুর সাথে বইমেলায় যাই। কতো বই মেলাদিন ঘুরেফিরে বইমেলা আসলো এতো এতো বই সব হই করে হাসলো। খোকাখুকু বই পেতে মেলাতেই ছুটবে বইয়ের আকাশে ফের কতো বই উঠবে। বইয়ের বুকে আলোর আকাশ ভালোর আকাশ কোথায় পাবো কই? এক নিমেষেই পেতে পারি খুললে পরে বই। এক নিমেষেই সাগর পাবো এক নিমেষেই পাহাড় এক নিমেষে রঙধনু আর সাতটি রঙের বাহার। এক নিমেষেই আস্ত ভুবন বর্ণমালায় আঁকা- বইয়ের বুকে তাই তো এমন আকুল চেয়ে থাকা। বই বেলা অক্ষর বর্ণ চকচক স্বর্ণ কই থাকে? অই থাকে বই হয়ে বইমেলাতে হসন্ত বসন্ত বই বেলাতে।
×