ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইবার ঝুঁকিতে সরকারের ২১ সংস্থা

প্রকাশিত: ০৪:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

সাইবার ঝুঁকিতে সরকারের ২১ সংস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার নিরাপত্তার ঝুঁকিতে থাকা সরকারী ২১ সংস্থার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অন্যতম। এজন্য এনবিআরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে ‘ডিজিটাল এনবিআর এ সাইবার নিরাপত্তা কার্যক্রম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সরকারের ২১ প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে এনবিআর প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তাদের সহায়তা করে যাচ্ছি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এনবিআর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল এনবিআর গঠনের ক্ষেত্রে সহযোগিতা করতে পেরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গর্ববোধ করি। বাংলাদেশ ব্যাংকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় সাইবার হামলার পর সময় এসেছে সাইবার নিরাপত্তা নিয়ে ভাববার। তথ্য নিরাপত্তার বিষয়কে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘নিবন্ধিত করদাতার সংখ্যা ২৭ লাখ হয়েছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে। এসব করদাতার তথ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাকা না থাকলেও অনেক তথ্য রয়েছে। হ্যাকাররা এসব তথ্য চুরি করে অনেক বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এনবিআর রাজস্ব আদায়ের জন্য যেভাবে ইন্টেলিজেন্স ব্যবহার করে সেভাবে সাইবার নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার। তাই আমরা পার্টনারশিপ করে কাজ করছি এবং আজকে আমাদের আইটি টিম ও এনবিআর টিমের একসঙ্গে বসা হয়েছে।’ পলক বলেন, ‘সাইবার এ্যাটাকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ক্ষেত্রে যে সাইবার ক্রাইম হয়েছে, তা আমাদের প্রচলিত ধারণার বাইরে। এটি ছিল ব্যতিক্রমধর্মী সাইবার এ্যাটাক। এ ধরনের অপরাধ রোধে ফিলিপিন্স বা অন্য দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করা দরকার। তা না হলে যে কোন সময় এর থেকেও বড় ধরনের চুরি হওয়া সম্ভব।’ আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ফিজিক্যাল সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করে থাকি কিন্তু সাইবার সিকিউরিটির জন্য তেমন খরচ করি না।
×