ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিতে এখনও এ্যাগুয়েরো অপরিহার্য ॥ গার্ডিওলা

প্রকাশিত: ০৫:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ম্যানসিটিতে এখনও এ্যাগুয়েরো অপরিহার্য ॥ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতিই দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস সর্বশেষ সংযুক্তি ম্যানসিটিতে। আর আগে থেকেই উদ্ভাসিত নৈপুণ্য দেখিয়ে চলেছেন ২২ বছর বয়সী রহিম স্টার্র্লিং ও ২১ বছর বয়সী লিওরি সেন। তাদের দারুণ নৈপুণ্যের কারণে সর্বশেষ দুটি ম্যাচেই সাইডবেঞ্চে বসে কাটাতে হয়েছে আর্জেন্টাইন অভিজ্ঞ স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরোকে। এ কারণে বাতাসে গুঞ্জন উঠেছে গার্ডিওলার কাছে প্রয়োজনীয়তা কমে গেছে এ তারকার। কিন্তু গার্ডিওলা দাবি করলেন এখনও ম্যানসিটিতে অপরিহার্য সদস্য এ্যাগুয়েরো। পালমেইরাস থেকে সম্প্রতিই ২৭ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন জেসুস। আর অভিষেক ম্যাচেই দুর্দান্ত খেলে নজর কেড়েছেন সবার, মন জয় করেছেন গার্ডিওলার। প্রিমিয়ার লীগে পূর্ণ অভিষেকের ম্যাচে গোল করেছেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে। ম্যাচটিতে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানসিটি। এর অর্থ ইংল্যান্ডে আপাতত নিজের ক্যারিয়ারটাকে নিশ্চিতভাবেই ভাল অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন জেসুস। তাহলে এ্যাগুয়েরোর ভাগ্যে কি আছে? সর্বশেষ দুই ম্যাচে তিনি একাদশে জায়গা পাননি। এ কারণে অনেকে মনে করছেন এ্যাগুয়েরোর প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে গার্ডিওলার কাছে। কিন্তু এ কোচ জানালেন দু’জন একসঙ্গেই একাদশে খেলতে পারেন এবং এ্যাগুয়েরোর যথেষ্ট মূল্য আছে এখন পর্যন্ত। তিনি বলেন, ‘আমি বিতর্কটা বুঝতে পারছি। কিন্তু এ্যাগুয়েরোর গুণ নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। আমি শুধু বলতে পারি যে তিনি যা করেছেন তা নিয়ে আমি অত্যন্ত খুশি। শুধু যে ম্যাচগুলোতে তিনি নিষিদ্ধ ছিলেন সেগুলো ছাড়া। ইউরোপের বড় ক্লাবগুলোতে সবসময় অনেকজন স্ট্রাইকার থাকেন। এই ক্লাবেও ছিলেনÑ মারিও বালোতেল্লি, কার্লোস তেভেজ ও এডিন জেকো। রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা, জুভেন্টাস, বেয়ার্ন ইত্যাদি শীর্ষ ক্লাবগুলোর দিকে তাকালেও সেটা পাবেন। মাদ্রিদে আলভারো মোরাটা নিয়মিত খেলতেই পারেন না। বড় ক্লাবগুলোর অনেক স্ট্রাইকার দরকার হয় এবং আমাদেরও।’ দুয়েকটি ম্যাচ না খেললেই কারও অপরিহার্যতা শেষ হয়ে যায় না। কারণ, একটা লীগ চলার সময় প্রতিটি খেলোয়াড়কে অনেক চাপে থাকতে হয় টানা ম্যাচ খেলার কারণে। লীগ ছাড়াও কাপ এবং চ্যাম্পিয়ন্স লীগসহ অনেক কিছুই আছে। এরসঙ্গে আবার জাতীয় দলের হয়েও দায়িত্ব পালন করতে হয়। এ কারণে এ্যাগুয়েরোর বিষয়ে গার্ডিওলা বলেন, ‘সার্জিও সবচেয়ে কিংবা অন্য যে কারও চেয়ে অনেক বেশি জরুরী খেলোয়াড় আমাদের স্কোয়াডে। তাকে ছাড়া আমাদের পক্ষে সবখানে এত ভাল করা সম্ভব ছিল না আমাদের। কৌশলগত কারণে বার্সিলোনার বিরুদ্ধে ছাড়া তিনি প্রায় সব গুরুত্বপূর্ণ ম্যাচেই খেলেছেন। তিনি নিষিদ্ধ না হলে সবগুলো ম্যাচেই খেলেন অপরিহার্য সদস্য হিসেবে। অনেক ভাল নৈপুণ্য দেখান সবসময়। কিন্তু এখন আমরা শুরু থেকে আরও ভাল খেলোয়াড় বের করার খোঁজে আছি। ব্রাজিলে গ্যাব্রিয়েল বামদিকে খেলেছে। সেখানেই খেলতে পছন্দ করে সে। আমি মনে করি দু’জন একসঙ্গেই একাদশে খেলতে পারেন। কারণ গ্যাব্রিয়েল বক্সের ভেতর দারুণ এক খেলোয়াড়। সে দারুণ লড়াকু।
×