ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচেই সিরিজ ফয়সালা

প্রকাশিত: ০৫:৪১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

শেষ ম্যাচেই সিরিজ ফয়সালা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফি পুনরুদ্ধার করে বদলা নেয়ার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। অকল্যান্ডের প্রথম ওয়ানডেতে ৬ রানের নাটকীয় জয়ে সিঁড়িটা তৈরিও করে ফেলেছিল তার দল। কিন্তু বেরসিক বৃষ্টি নেপিয়ারের দ্বিতীয় ম্যাচ ভাসিয়ে নিলে অপেক্ষা দীর্ঘ হয়। তৃতীয় ও শেষ ওয়ানডেটা এখন সিরিজ নির্ধারণী। হ্যামিল্টনে বাংলাদেশ সময় রবিবার ভোর চারটায় শুরু দুই চেনা প্রতিবেশীর ফয়সালার লড়াই। ট্রফি পুনরুদ্ধার করতে স্বাগতিক কিউইরা যেখানে জিততে চাইছে। অন্যদিকে সিরিজ হারের লজ্জা এড়াতে বিশ্বচ্যাম্পিনদের সামনেও জয়ের বিকল্প নেই। যদিও এই দলটার সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ শব্দটা একদমই যায় না। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ, গুরুত্বপূর্ণ ভারত সফর সামনে রেখে ডেভিড ওয়ার্নারসহ বিশ্রামে একাধিক তারকা, চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন ম্যাথু ওয়েড। এ্যারন ফিঞ্চের অধীনে আনকোরা এক অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। আত্মবিশ্বাসী হলেও অকল্যান্ডে অনেকটা হারতে হারতে বেঁচে যায় কেন উইলিয়ামসনের দল। তাদের ছুড়ে দেয়া ২৮৬ রানের জবাবে এক পর্যায়ে ৬৭ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে একাই জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন মার্কাস স্টয়নিস। ৪৭তম ওভারের শেষ বলে সফরকারীরা যখন ২৮০ রানে অলআউট হয়, স্টয়নিস তখন ব্যক্তিগত ১৪৬ রানে অপরাজিত। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতে সাত নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে রেকর্ড ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ২৭ বছর বয়সী। সতীর্থদের ব্যর্থতায় তবু অল্পের জন্য জয় পাওয়া হয়নি। স্টয়নিসের জন্যই অসিরা শেষ ম্যাচটা জিতে সিরিজ বাঁচাতে চায়। তারকা অলরাউন্ডার জেমস ফকনার যেমন বলেন, ‘প্রথম ওয়ানডের ফল স্টয়নিসের জন্য ছিল সত্যি কষ্টদায়ক। সঙ্গীর অভাবে জয়ের একেবারে কাছে গিয়েও সেদিন তাকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছে। এখন হ্যামিল্টনের শেষ ওয়ানডে জিতে আমরা স্টয়নিসের দুঃখ ভুলিয়ে দিতে চাই। কিউইরা শক্ত প্রতিপক্ষ। আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে।’ ট্রফি পুনরুদ্ধার করতে আত্মবিশ্বাসী কিউই কোচ হেসন বলেন, ‘গেল চ্যাপেল-হ্যাডলি সিরিজটাতে আমরা বাজেভাবে হেরেছিলাম (ডিসেম্বরে, ৩-০)। বদলা নিতে শেষ ম্যাচটা জিততে চাই। জয় ছাড়া অন্য কোন ভাবনা নেই। অকল্যান্ডের প্রথম ম্যাচে ছেলেদের পারফর্মেন্স তারই প্রমাণ। ওরা শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।’ স্বাগতিকদের জন্য চিন্তার নাম মার্টিন গাপটিল। প্রথম ম্যাচে ৬১ রানের দারুণ ইনিংস উপহার দেয়া ইনফর্ম এই ওপেনার হঠাৎই ইনজুরিতে পড়েছেন। তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি বলে জানিয়েছেন কোচ। হ্যামিল্টনে পেসারদের তুলনায় স্পিনাররা ভাল করতে পারে, এমন ধারণা নিয়ে অক্টোবরে ভারত সফরের পর প্রথমবারের মতো লেগস্পিনর ইস সোধীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের ম্যাচে ৩ উইকেট নেয়া মিচেল স্যান্টনারের সঙ্গী হবেন তিনি। অকেশনাল স্পিনে অধিনায়ক উইলিয়ামসনও কম যান না। গত বছর ফেব্রুয়ারিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডের সাফল্যে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতেছিল কিউইরা। সেদিন ম্যাচসেরা হয়েছিলেন এই সোধী। কাকতালীয়ভাবে একই পরিস্থিতিতে ফের সুযোগ পেতে পারেন ২৪ বছর বয়সী এই লেগস্পিনার।
×