ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুটজোড়া তুলে রাখছেন ল্যাম্পার্ড

প্রকাশিত: ০৪:১৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭

বুটজোড়া তুলে রাখছেন ল্যাম্পার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর পরপর ফিরে আসে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ শেষে ঝরে পড়তে অর্থাৎ অবসরে যেতে দেখা যায় অনেক ফুটবলারকেই। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পরও একই ঘটনা ঘটতে দেখা যায়। সেবার যেন অবসরের হিড়িক পড়ে যায়। একঝাঁক তারকা ফুটবলার বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে। এরমধ্যে ছিলেন ইংলিশ তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। অর্থাৎ ২০১৪ সালের আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তারকা মিডফিল্ডার ল্যাম্পার্ড। এরপর ক্লাব ফুটবলে খেলেছেন ম্যানচেস্টার সিটি ও নিউইয়র্ক সিটিতে। এবার সে অধ্যায়ও শেষ করলেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ল্যাম্পার্ড জানিয়ে দিয়েছেন, আর নয় ফুটবল, তুলে রাখছেন বুটজোড়া। ৩৮ বছর বয়সী এই সুপারস্টার অবশ্য ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কিছু বলেননি। অবসরের ঘোষণা দিয়ে ল্যাম্পার্ড বলেন, ২১টি বছর আমি অসাধারণ কাটিয়েছি। এত লম্বা সময় পর আমার মনে হয়েছে, এখনই পেশাদার ফুটবলকে বিদায় জানানর উপযুক্ত সময়। আমি সবার কাছে কৃতজ্ঞ, ঋণী। ল্যাম্পার্ড দেশের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ব্রাজিল বিশ্বকাপে গত ২৩ জুন কোস্টারিকার বিরুদ্ধে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, এটি (অবসর) কঠিন একটি সিদ্ধান্ত। বিশ্বকাপের পর থেকেই আমি বিষয়টি নিয়ে ভাবছিলাম। আমার মনে হয় আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ১৯৯৯ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়ার পর ১৫ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সি গায়ে ল্যাম্পার্ড খেলেছেন ১০৬টি ম্যাচ। গোল করেছেন ২৯টি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ছয়জন ফুটবলারের একজন তিনি। বিশ্বকাপ শেষে স্টিভেন জেরার্ড, এ্যাশলে কোলের পর তৃতীয় ইংলিশ ফুটবলার হিসেবে অবসর নিলেন ল্যাম্পার্ড। ল্যাম্পার্ডের অবসরের মধ্য দিয়ে ইংল্যান্ড দল অধিনায়ক ও সহ-অধিনায়ক দু’জনকেই হারায়।
×