ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

নাটকীয় সিনেমা ‘জলি এলএলবি টু’

প্রকাশিত: ০৫:২৫, ২ ফেব্রুয়ারি ২০১৭

নাটকীয় সিনেমা ‘জলি এলএলবি টু’

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’ ছবিটি। এক উঠতি তরুণ আইনজীবীর পেশাগত জীবনের নাটকীয় ঘটনাবলী নিয়ে আবর্তিত বলিউডি ছবিটি মোটামুটি সাড়া জাগাতে সক্ষম হয়েছিল। সেই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আরশাদ ওয়ার্সি। দুঃসাহসী তরুণ আইনজীবীর ভূমিকায় তার অভিনয় দর্শক সমালোচকের প্রশংসা অর্জন করেছিল। ৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত কোর্টরুম ড্রামা ধাঁচের আলোচিত সেই সিনেমার সিক্যুয়ার ‘জলি এলএলবি টু’ মুক্তি পাবে আগামী সপ্তাহে। তবে এবার জলি এলএলবি হিসেবে আরশাদ ওয়ার্সি নয় দেখা যাবে বলিউডের খিলাড়ি হিরো হিসেবে পরিচিত জনপ্রিয় তারকা অক্ষয় কুমারকে। রুপালি পর্দায় এ পর্যন্ত এ্যাকশন কমেডি রোমান্টিক ড্রামা বিভিন্ন ধরনের সিনেমায় নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ১৯৯১ সালে সৌগন্ধ ছবির মাধ্যমে হিন্দী সিনেমার অঙ্গনে তার পথচলা শুরু হয়েছিল। এ্যাকশন হিরোর ইমেজে ক্যারিয়ারের শুরুতে তার আলাদা পরিচিতি ছড়িয়ে পড়লেও পরবর্তীতে অক্ষয় কুমার সব ধরনের রোলে বিচিত্র ইমেজে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন। কমেডি কিংবা রোমান্টিক ধাঁচের রোলেও তিনি কোন অংশে কম যান নাÑ এটা তার অভিনীত বিভিন্ন ব্যবসা সফল ছবিতে দেখা গেছে। একজন পরিশ্রমী অভিনেতা হিসেবে বলিউডে অক্ষয়ের বিশেষ সুখ্যাতি রয়েছে। খিলাড়ি সিরিজের ছবিগুলোতে দর্শক তাকে বার বার এ্যাকশন নায়ক হিসেবে দেখে এসেছেন। গত বছর তাকে এয়ার লিফট ছবিতে কুয়েত প্রবাসী একজন ভারতীয় ব্যবসায়ী চরিত্রে দেখা গেছে। যেখানে তার অনবদ্য অভিনয় দর্শকদের আলোড়িত করেছে। একই বছরে ‘রুস্তম’ ছবিতে একজন নেভাল অফিসারের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ক্যারিয়ারে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার তার ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হতে চলেছে ‘জলি এলএলবি টু’ ছবিটি। ভারতের লক্ষেèৗ শহরের পটভূমিকায় এ ছবির গল্প আবর্তিত হয়েছে। সেই শহরের এক উঠতি আইনজীবী জগেশ্বর মিশ্র ওরফে জলি কানপুর ছেড়ে ঐতিহাসিক শহর লক্ষেèৗতে আসে প্রতিষ্ঠিত হওয়ার আশায়। তার স্বপ্ন আইন পেশায় খ্যাতি অর্জন এবং একজন বড় আইনজীবী হিসেবে পরিচিতি পাওয়া। ছোটখাটো মামলায় লড়তে লড়তে দক্ষ এবং অভিজ্ঞ হয়ে উঠলেও জলি চায় বড় ধরনের চাঞ্চল্যকর কোন মামলা লড়ে নাম যশ প্রতিষ্ঠা অর্জন করতে। আদালতের অঙ্গনে তার পরিচিতি সাধারণ ছোট আইনজীবী হিসেবে সীমাবদ্ধ থাকলেও এক সময়ে একটি চাঞ্চল্যকর মামলায় প্রবীণ প্রতিষ্ঠিত এক বিখ্যাত আইনজীবীর বিপক্ষে মামলায় লড়ার সুযোগ এসে যায়। প্রতিদ্বন্দ্বী জাঁদরেল আইনজীবীর বিপক্ষে আইনী লড়াইয়ে নেমে দারুণ চ্যালেঞ্জের সম্মুখীন হয় জলি। দারুণ উত্তেজনা চরমে পৌঁছে। এক পর্যায়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে একজন অপ্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে জয়ী হয় জলি। তেমনি ঘটনাবলী নিয়ে আবর্তিত ‘জলি এলএলবি টু’ ছবিতে নাম ভূমিকায় নিজের অভিনয় প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘এ পর্যন্ত ম্যালা সিনেমায় অভিনয় করেছি, নানা ধরনের চরিত্রে রূপদান করেছি, কিন্তু জলি এলএলবি চরিত্রটি আমার জন্য একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল। আমাকে পরিচালক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই রূপায়ণ করেছি। দর্শক এ ছবিতে নতুন রূপে আমাকে দেখবেন।’ মাত্র ৩০ দিনে ‘জলি এলএলবি টু’ ছবির শূটিং শেষ করেছেন এই ছবির নির্মাতাগোষ্ঠী। এ ছবিতে প্রথমবারের মতো অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন হুমা কোরেশি। তার অভিনীত চরিত্রের নাম পুষ্পা পা-ে। অক্ষয় কুমার অর্থাৎ জলি এলএলবির স্ত্রীর ভূমিকায় তাকে দেখা যাবে। অক্ষয়ের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে পেরে হুমা দারুণ উদ্ভাসিত। এর প্রেক্ষিতে তিনি বলেন, আমি আরও আগে থেকেই অক্ষয়ের ভক্ত। তার সঙ্গে অভিনয়ের জন্য আমি মুখিয়ে ছিলাম। ‘জলি এলএলবি টু’ ছবির স্ক্রিপ্ট হাতে পাওয়া মাত্র আমি চোখ বুজে রাজি হয়ে যাই। এখন আমি ঠিকই উপলব্ধি করছি ভুল করিনি হুমা কোরেশিকে সর্বশেষ দেখা গিয়েছিল এ্যাকশন সিনেমা ‘বাদলাপুর’ এ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। দীর্ঘ দুই বছর পর তাকে নতুন হিন্দী সিনেমায় দেখা যাবে ‘জলি এলএল বি টু’ ছবিতে। যদিও এর মাঝে মারাঠি রোড ড্রামা ধাঁচের সিনেমা ‘হাইওয়’তে অভিনয় করেছেন মেধাবী অভিনেত্রী হুমা কোরেশি। তাকে আগামীতে ‘জাহ্হাক’ ছবিতে দেখা যাবে যা হলিউডি সিনেমা ‘ওকুলাম’ এর হিন্দী রিমেক। ‘জাহ্হাক’ ছবিতে হুমা অভিনয় করেছেন ছোট ভাই অভিনেতা সাকিব সালিমের সঙ্গে। ওদিকে মালায়লাম সিনেমাতেও হুমার অভিষেক হতে যাচ্ছে ‘হোয়াইট’ ছবির মাধ্যমে। যেখানে তিনি দক্ষিণী সুপার স্টার মামুথির বিপরীতে অভিনয় করেছেন। এ ছাড়াও গুরিন্দার চাড্ডার ইংরেজী সিনেমা ভাইসরয়স হাউস’-এ অভিনয় করছেন হুমা কোরেশি, লর্ড মাউন্ট ব্যাটনের শেষ কিছুদিন ভারত অবস্থানের নাটকীয় ঘটনাবলী নিয়ে ‘ভাইসরয় হাউস’ ছবিটি নির্মিত হচ্ছে। এ ছবিতে পাকিস্তানী রাজনৈতিক নেত্রী ফাতিমা জিন্নাহর ভূমিকায় হুমা কোরেশিকে দেখা যাবে। ‘জলি এলএলবি টু’ ছবিতে অক্ষয় কুমার, হুমা কোরেশি ছাড়াও অন্যান্য ছরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা,আন্নু কাপুর, মানব কাউল, ইনামুল হক, নিখিল দ্বিবেদি, মায়নি গোপ্তা, সিদ মালায়া, এলি আবরাম প্রমুখ। এ ছবিতে বিশেষ চরিত্রে (জগদীশ ত্যাগি) অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন সিক্যুয়ালের প্রথম ছবির প্রধান তারকা আরশাদ ওয়ার্সি।
×