ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেরদৌসী খানম লাকী

জীবন সনদসর্বস্ব নয়

প্রকাশিত: ০৪:০০, ২ ফেব্রুয়ারি ২০১৭

জীবন সনদসর্বস্ব নয়

এ শুধু বইমেলা নয়, জ্ঞান আহরণের মেলা। এ যেন একটি শুদ্ধ উৎসব। আর এ শুদ্ধ উৎসবে যোগ দেয়া সকলেরই কর্তব্য। একাডেমিক লেখাপড়া শেষ হলেই ‘বইপড়া’ চিরতরে হারিয়ে যাওয়া ঠিক নয়। আমাদের জীবনটা তো সার্টিফিকেট সর্বস্ব নয়। জানি অনেকেই প্রযুক্তির উপর দোষারোপ করবেন। কিন্তু বইয়ের সঙ্গে কি কিছুর তুলনা চলে! আমাদের ছেলেমেয়েরা আজ প্রযুক্তির টানে নতুন ঝকঝকে বইয়ের মলাটের ঘ্রাণ নিতে ভুলে যাচ্ছে। অভিভাবকদের উচিত নিজের ছেলেমেয়েদের নিয়ে উৎসবে যোগ দিয়ে বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা। বই একমাত্র সঙ্গী যা কারও সঙ্গে প্রতারণা করে না। একটি ভাল বই হতে পারে আমাদের পরম বন্ধু। যে বন্ধুর সঙ্গে সময় কাটানো যায় নির্বিঘেœ। যে বন্ধুর সঙ্গে সময় কাটালে জীবন দর্শনসহ নিজস্ব কল্পনা শক্তিকে করে সবল। নিজের অপূর্ণতা পূর্ণতা পায় বইয়ের মাধ্যমে। যে রাষ্ট্র মাসব্যাপী এই ‘জ্ঞান আহরণের মেলার’ আয়োজন করতে পারে সে রাষ্ট্র ‘মন ও মননশীলতার’ আবাহনে ও নবজাগরণে অতি আধুনিক রাষ্ট্র বলে মনে করি। ছোটবড় সকলকে ‘বইপড়া’ অভ্যাস গঠনের অনুরোধ জানিয়ে এবারের বইমেলার সাফল্য কামনা করছি। আসুন আমরা ‘জ্ঞান আহরণে’ অগ্রসর হই। তালতলা ঢাকা থেকে
×