ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইফুল ইসলাম তানভীর

বইবিমুখ তরুণ প্রজন্ম

প্রকাশিত: ০৩:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৭

বইবিমুখ তরুণ প্রজন্ম

প্রতি বছরই ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে খুব ঘটা করে গ্রন্থমলার আয়োজন হয়। এখন এই মেলার বিস্তৃতিও ঘটেছে। গত কয়েক বছর যাবত সোহরাওয়ার্দী ময়দানেও এ মেলা হচ্ছে। মাসব্যাপী এই মেলা চলে। এই মেলার মাসে আমরা আমাদের মাতৃভাষা বাংলার কথা খুব আবেগ দিয়ে স্মরণ করি। কিন্তু তারপরও ইংরেজী ‘ফেব্রুয়ারি’ ব্যবহার করি, ‘মাঘ, ফাল্গুন’ ব্যবহার করি না। প্রতিবছর যত ঘটা করেই গ্রন্থমেলার আয়োজন হোক না কেন, বইয়ের পাঠক খুব একটা বাড়েনি। বর্তমান তরুণ প্রজন্মের অধিকাংশই তথ্যপ্রযুক্তির নামে বাজে সময় নষ্ট করছে। তারা অনেকটাই বইবিমুখ হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি বিজ্ঞান অবশ্যই আমাদের প্রয়োজন। কিন্তু এগুলোর যথেষ্ট অপব্যবহার হচ্ছে। এখন অনেক তরুণ/তরুণীদের কান (হেডফোন) দিয়ে আটকানো থাকে। তারা হিন্দী, ইংরেজী মিউজিক, গান ইত্যাদি শোনে। ঘণ্টার পর ঘণ্টা ছেলে মেয়ে উভয়ে সেলফোনে প্রেমের ভাব বিনিময় করে। অথচ পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বই তারা তেমন পড়ছে না। ওদিকে ক্রিকেটের বিশাল দাপট। লাখ লাখ তরুণ-তরুণী ক্রিকেটে ঘণ্টার পর ঘণ্টা সময় দিচ্ছে। কিন্তু বই পড়ছে না। ভাল জ্ঞানার্জন করছে না। ইতিহাস শিখছে না। পৃথিবীকে জানার মতো জানছে না। এ কথা এজন্য বলছি যে, কেউ কেউ বাজে কিছু বিষয় জেনেই বলছেন- এটা বর্তমান পৃথিবীকে জানা। আমাদের সরকারও ক্রিকেটে প্রচুর অর্থ ব্যয় করে। নাচ গান ফুর্তির জন্য সমাজের বিত্তবানরা কোটি কোটি টাকা ব্যয় করেন। সে তুলনায় বই পড়ার জন্য, লেখক- লেখিকাদের জন্য সরকার এবং সমাজের বিত্তবানরা খুব কম অর্থ ব্যয় করেন তাহলে কিভাবে বইয়ের পাঠক বাড়বে? বা মানুষ বইমুখী হইবে? তবে শুধু কি তরুণ/তরুণীদের ওপর দোষ চাপালে হবে? সমাজের বিত্তবান ক্ষমতাবান ব্যক্তিরাই বই থেকে মানুষকে দূরে নিচ্ছে। আবোল তাবোল নাচ গানের প্রতিযোগিতার আয়োজন করে শিশু কিশোর বয়সীদেরকেও ৫ লাখ ১০ লাখ টাকা পুরষ্কার দিচ্ছেন। কিন্তু লেখক লেখিকাদের লেখালেখিতে উৎসাহ দেয়ার জন্য এরকম কোন উল্লেখযোগ্য আয়োজন হচ্ছে না। লেখকদের উৎসাহিত করার জন্য কিছু উদ্যোগ নিতে পারে সরকার। লেখক লেখিকা বাড়লে জ্ঞানার্জনের পথ প্রশস্ত হবে। তখন লেখক লেখিকাগণও বেশি বেশি বই পড়বেন, তার নিজের কাজের স্বার্থেই। বই মেলার আরও বিস্তৃতি প্রয়োজন। প্রতি বছর এই সময়েই অন্ততপক্ষে দেশের প্রতিটি বিভাগীয় শহর পর্যায়ে বই মেলার আয়োজন করা দরকার। ভালো বই লেখায় সমাজের নেতৃত্ব দানকারীদের লেখক লেখিকাদের প্রতি উৎসাহ দেয়া দরকার। বারিধারা, ঢাকা থেকে
×