ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ময়দার বদলে চুন

কুড়িগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫১, ৩০ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ময়দার বদলে চুন ব্যবহারের ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। এদিকে অভিভাবক ও সচেতন মহল ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকদের শাস্তি ও দুর্নীতিবাজ শিক্ষকদের দ্রুত বদলির দাবিতে মানববন্ধন ও পথসভার আয়োজন করেন। রবিবার দুপুরে শহরের বড় মসজিদ মোড়ে রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন মমিনুল ইসলাম রতন, আবুল হাসানাত রাজিব, মাসুম করিম, মতলুবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ে ৭ম শ্রেণীর বিস্কুট দৌড় খেলায় ময়দার বদলে পাথর চুন সরবরাহ করা হয়। পিছনে হাত বাঁধা অবস্থায় ছাত্রীরা ফুঁ দিয়ে বিস্কুট তোলার সময় তাদের চোখে মুখে চুন লেগে আক্রান্ত হয়। অভিভাবকদের অভিযোগ, অসুস্থ শিক্ষার্থীরা সুচিকিৎসা না পাওয়ায় তারা তাদের সন্তানদের হাসপাতাল থেকে শনিবার রাতেই বাড়িতে নিয়ে যায়। মনি নামের গুরুতর অসুস্থ এক ছাত্রী এখনও কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চোখের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন জানায়।
×