ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৩, ৩০ জানুয়ারি ২০১৭

পাঁচ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরচার দল দলগত ও মিশ্র দলগতসহ মোট ৫টি ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে উন্নীত হয়েছে। সবমিলিয়ে মোট সাতটি ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক আরচাররা। রবিবার দলগত ও মিশ্র দলগতসহ মোট পাঁটটি ইভেন্টে বাংলাদেশের আরচাররা ফাইনাল নিশ্চিত করে। আজ সবগুলো ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আজ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ইলিমিনেশন রাউন্ডের রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (মোঃ রুমান সানা, মোঃ সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলাম) ও ভুটান আরচারি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে সৌদি আরব আরচারি দল ৬-০ সেট পয়েন্টে সুদান আরচারি দলকে পরাজিত করে। মহিলা দলগত গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (বিউটি রায়, শ্যামলী রায় ও মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলা) ও নেপাল আরচারি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। মিশ্র দলগত গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (মোঃ রুমান সানা ও বিউটি রায়) ও ভুটান আরচারি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। মিশ্র দলগত ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইরাক আরচারি দল ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে সিরিয়া আরচারি দলকে পরাজিত করে। কম্পাউন্ড পুরুষ দলগত গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (মোঃ আবুল কাশেম মামুন, মোঃ মিলন মোল্লা ও নাজমুল হুদা) ও মালয়েশিয়া আরচারি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইরাক আরচারি দল ২১৭-২১৫ স্কোরের ব্যবধানে ভুটানকে পরাজিত করে। মিশ্র দলগত গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (মোঃ আবুল কাশেম মামুন ও সুস্মিতা বণিক) ও ইরাক আরচারি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
×