ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসইএমএল লেকচার ফান্ডের ইপিইউ ১১ পয়সা

প্রকাশিত: ০৬:২৬, ২৯ জানুয়ারি ২০১৭

এসইএমএল লেকচার ফান্ডের ইপিইউ ১১ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির সর্বশেষ ছয় মাসে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ পয়সা। ফান্ডটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০১৬) প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। কোম্পানি সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১০ টাকা ১৮ পয়সা। আলোচ্য সময়ে ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (কস্ট প্রাইস) হয়েছে ১০ টাকা ৪১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার রেনেটার ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। শনিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। সর্বশেষ ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০১৭। -অর্থনৈতিক রিপোর্টার
×