ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত টেস্ট

ব্যাট করতে পারবেন মুশফিক, তবে...

প্রকাশিত: ০৪:১০, ২৯ জানুয়ারি ২০১৭

ব্যাট করতে পারবেন মুশফিক, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য প্রস্তুতি শুরু হবে মঙ্গলবার। এর আগে ইনজুরিতে থাকা মুশফিকুর রহীম শনিবারই ব্যাটিং করা শুরু করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করেন মুশফিক। যা অবস্থা বোঝা যাচ্ছে, তাতে ভারতের বিপক্ষে টেস্টে ব্যাটিং করতে পারবেন মুশফিক। তবে উইকেটরক্ষকের দায়িত্বে মুশফিককে নাও দেখা যেতে পারে। শুধু ব্যাটিং ও অধিনায়কের ভূমিকার থাকতে পারেন মুশফিক। শনিবার বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘নিউজিল্যান্ডে মুশফিকের চোট পাওয়া ডান হাতের বুড়ো আঙ্গুলে স্ক্যান করানো হয়। সেখানে কোন চিড় ধরা পড়েনি। এই জন্য এই চোট নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। এখানে (দেশে) আসার পর আমরা ওর কিছু ফিজিওথেরাপি শুরু করি। ওর উন্নতি খুবই সন্তোষজনক। আজকে (শনিবার) প্রথম ও ব্যাট হাতে নিয়েছে। এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ৩১ তারিখের (জানুয়ারি) পর ওর খেলায় ফিরতে কোন সমস্যা হওয়ার কথা না।’ সঙ্গে যোগ করেন, ‘মুশফিকের চিড় নেই। কিন্তু ব্যথা আছে। ব্যথার জন্য ওকে সময় দিতে হবে। উইকেটরক্ষকের জন্য ব্যাপারটা ভিন্ন। ওকে তো প্রতিটি বল ধরতে হবে। ওদের চোট আসলে কখনও পুরোপুরি সারে না। ওরা অত লম্বা সময় বিশ্রামও নিতে পারে না। উইকেটরক্ষককে আঙ্গুলের চোট নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই। ওটা থাকবেই। যে কোন ক্রিকেটারের আঙ্গুলের ব্যথা থাকবে। তবে কিপিং করতে পারবে কিনা, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।’ ইমরুল কায়েসকে নিয়ে দেবাশীষ বলেন, ‘ইমরুল কায়েসের চোটের জায়গায় আমরা এখানে আবার স্ক্যান করাই। ওর এমআরআই রিপোর্টে গ্রেড ওয়ান চিড় ধরা পড়ে। ওর উন্নতির অগ্রগতি খুবই সন্তোষজনক। এভাবে যদি উন্নতি করতে থাকে, তাহলে আমরা আশা করছি ১ ফেব্রুয়ারি থেকে ওকে খেলায় ফিরিয়ে আনতে পারব। কিন্তু এটা মনে রাখতে হবে, ওর চোট যেহেতু মাংসপেশীতে, এই চোট ফিরে আসতে পারে। পুরোপুরি সুস্থ না হলে ফিরলে ওর আবার চোট পাওয়ার শঙ্কা থাকবে। এটা আমাদের সতর্কতার সঙ্গে দেখতে হবে। পুনর্বাসন এভাবে চলতে থাকলে আশা করছি, সে সপ্তাহখানেকের মধ্যে ও ফিরে আসবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের ইমরুলের ব্যাপারটা আরেকটু চিন্তা করতে হবে। ওকে সময় দিতে হবে। এই মুহূর্তে ওর এমআরআই বলছে, ওর অগ্রগতি খুবই সন্তোষজনক। কিন্তু আমরা পুরোপুরি সেরে না উঠে খেলায় ফেরার ঝুঁকি নিতে চাই না। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরুক। কয়েকটা অপশন আসতে পারে, একটা হচ্ছে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না। এটা সময়ই বলে দেবে আপনাকে। এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। টেস্ট শুরু হতে হতে কিন্তু ওর সেরে ওঠার সময় হয়ে যাবে। আমরা যদি ওর সেরে ওঠার প্রক্রিয়ায়কে ডিস্টার্ব করি, তাহলে এটা দেরি হয়ে যাবে। এখানে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে পুনর্বাসনের অধীনে রেখে নিয়ে যাবেন, নাকি প্রস্তুতি ম্যাচে খেলাবেন। এগুলো খুবই কঠিন সিদ্ধান্ত। ও নিজেও চোট থেকে ফেরার পর প্রস্তুতি ম্যাচে খেলতে চাইতে পারে। ওটা খেলতে গেলে আবার আঘাত পেয়ে যেতে পারে।’
×