ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আবারও ট্রেবল জয়ের স্বপ্ন রোবেনের

প্রকাশিত: ০৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭

আবারও ট্রেবল জয়ের স্বপ্ন  রোবেনের

স্পোর্টস রিপোর্টার ॥ বেয়ার্ন মিউনিখের জার্সিতে ২০১২-১৩ মৌসুমটা দারুণ কেটেছিল আরিয়েন রোবেনের। জার্মানির প্রথম ক্লাব হিসেবে সে মৌসুমেই যে ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিল বেয়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় এই মৌসুমেও দুর্দান্ত তার দল। লীগ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে বেয়ার্ন। তাই তারকা আরিয়েন রোবেনের বিশ্বাস এবারও ট্রেবল শিরোপা জয়ের যোগ্যতা রয়েছে তাদের। এ বিষয়ে রোবেন বলেন, ‘আবারও চ্যাম্পিয়ন লীগ জেতাটাই আমাদের মূল আকর্ষণ। আমাদের জন্য এটা চালিকাশক্তিও। লীগ এবং জার্মান কাপ জয়ের জন্যও সবধরনের চেষ্টা করব। তা করার যোগ্যতাও রয়েছে আমাদের।’ জার্মান বুন্দেসলিগায় গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে বেয়ার্ন। শেষ চার মৌসুমে টানা চ্যাম্পিয়ন হয়েছে তারা। বেয়ার্নের সামনে এবার পঞ্চম লীগ শিরোপা জয়ের হাতছানি। মৌসুমের প্রথম ১৭ ম্যাচ থেকে ১৩টিতে জিতে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে জার্মান জায়ান্টরা। তবে নতুন মৌসুমের শুরুতে লীগ টেবিলের শীর্ষে উঠে চমকে দিয়েছিল লিপজিগ। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা লিপজিগ এখনও শিরোপা জয়ের আশায় বুক বাঁধছে। বেয়ার্নের সমানসংখ্যক ম্যাচ খেলে তাদের দখলে এখন ৩৯ পয়েন্ট। অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়নের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র তিন। তাই শিরোপা জয়ের আশাটা মোটেই অপ্রত্যাশিত নয়। আরিয়েন রোবেনও মানছেন বেয়ার্নের সঙ্গে শিরোপার লড়াইয়ে এগুচ্ছে লিপজিগ। তার মতে, ‘লীগে লিপজিগ এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। দলের খেলোয়াড়রা সকলেই ফিট এবং এখন পর্যন্ত খুব ভাল ফর্মে। এবার বুন্দেসলিগার লড়াই চলবে মৌসুমের শেষ পর্যন্ত।’ বুন্দেসলিগায় আজ আবারও মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়ের্ডার ব্রেমেন।
×