ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-হেডের শতকে জয়ে শেষ অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৫:৩১, ২৭ জানুয়ারি ২০১৭

ওয়ার্নার-হেডের শতকে জয়ে শেষ অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড ওয়ার্নার অসাধারণ একটি ইনিংস খেললেন। ক্যারিয়ারসেরা ১৭৯ রান আসল তার ব্যাট থেকে। দারুণ সঙ্গ দিয়ে ট্রাভিস হেডও ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান। ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তাই ৫৭ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে এ্যাডিলেড ওভালে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে দারুণ লড়াই করেছিল সফরকারী পাকিস্তান। তারা ৪৯.১ ওভারে ৩১২ রানেই গুটিয়ে যায়। তরুণ টপঅর্ডার বাবর আজম দারুণ এক সেঞ্চুরি করেও হার ঠেকাতে পারেননি। এ জয়ের ফলে অস্ট্রেলিয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল। টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া পাকরা দ্বিতীয় ওয়ানডে জিতেছিল। এছাড়া পুরো সিরিজই হতাশা দিয়ে শেষ করল তারা। আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছিল অসিরা। কিন্তু পঞ্চম ওয়ানডেতে পূর্ণশক্তি নিয়েই নেমেছিল তারা। টস জিতে আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই অসি দুই ওপেনার ওয়ার্নার ও হেডকে থামাতে পারেনি পাক বোলাররা। উইকেটের চারদিকে সাবলীলভাবে পিটিয়ে গেছেন এ দুই ওপেনার। হেড দেখেশুনে খেললেও ওয়ার্নার ছিলেন চিরাচরিতভাবেই দারুণ আক্রমণাত্মক। তার বিধ্বংসী ব্যাটিংয়ে গলদঘর্ম হয়েছেন পাক বোলাররা। উভয়ে সেঞ্চুরি আদায় করে নেন। তবে তা-ব চালান ওয়ার্নার ১৭৫ রান করার পর শতকের দেখা পান হেড। এটি ছিল হেডের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। এর কিছু পরেই সাজঘরে ফেরেন ওয়ার্নার। ১২৮ বলে ১৯ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংস উপহার দেন তিনি। তবে ততোক্ষণে রানের চূড়ায় উঠে গেছে অসিরা। যদিও দ্রুত স্টিভেন স্মিথ (৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৩) ও ম্যাথু ওয়েডের (৮) উইকেট তুলে নিয়ে দারুণভাবে ফিরে আসে পাক বোলাররা। তবে রানের গতিটা সচল রেখেছেন হেড। তিনি শেষ পর্যন্ত ১৩৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২৮ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু ৭ উইকেটে ৩৬৯ রানের পাহাড়সম সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া। দুটি করে উইকেট নেন জুনাইদ খান ও হাসান আলী। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক আজহার আলীর (৬) উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে ১৩০ রানের দারুণ এক জুটি গড়েন শারজিল খান ও বাবর। স্বভাবসুলভ আক্রমণাত্মক থেকেছেন শারজিল, ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক হাঁকান তিনি। ৬৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৯ রান করে মিচেল স্টার্কের শিকার হন তিনি। এরপর কিছুটা বিপর্যয় নেমে আসে পাক ব্যাটিংয়ে। মোহাম্মদ হাফিজ (৩) বিদায় নেয়ার পর ব্যাটিং স্তম্ভ শোয়েব মালিক (১০) ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। তবে বাবরের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন উমর আকমল। বাবর ১০৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০০ রান করে বিদায় নেন। এরপর আর লক্ষ্যে পৌঁছুতে পারেনি পাকরা। আকমল কিছুটা স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু ৪০ বলে ৭ চারে ৪৬ রান করার পর তাকে সাজঘরে ফিরিয়ে অসিদের জয় সময়ের ব্যাপার করে তোলেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত বল বাকি থাকতেই ৩১২ রানে থামে পাকিস্তানের ইনিংস। স্টার্ক ৪ উইকেট নেন। স্কোর ॥ অস্ট্রেলিয়া ইনিংস- ৩৬৯/৭; ৫০ ওভার (ওয়ার্নার ১৭৯, হেড ১২৮, ফকনার ১৮*; জুনাইদ ২/৬১, হাসান ২/১০০)। পাকিস্তান ইনিংস- ৩১২/১০; ৪৯.১ ওভার (বাবর ১০০, শারজিল ৭৯, আকমল ৪৬; স্টার্ক ৪/৪২, কামিন্স ২/৬০)। ফল ॥ অস্ট্রেলিয়া ৫৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জয়ী। সিরিজসেরা ॥ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।
×