ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইআইডিএফসি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:১৯, ২৬ জানুয়ারি ২০১৭

আইআইডিএফসি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রমতে, প্রতিষ্ঠানটি কনসলিডেটেড কাস্টমার ব্যাংক এ্যাকাউন্ট থেকে ২০১১ সালে ৫৫ লাখ টাকা এবং ২০১২ সালে ৪০ লাখ এফডিআর করে। এফডিআর থেকে অর্জিত মুনাফার টাকা প্রতিষ্ঠানটির হিসাবে জমা করার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুল (৮এ) (১) লঙ্ঘন করছে আইআইডিএফসি সিকিউরিটিজ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচারণবিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে। উক্ত আইন ভঙ্গের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার শুরু হচ্ছে উদ্যোক্তা গবেষণা ফেলোশিপ প্রোগ্রাম জাংশন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইএমকে সেন্টারের সহযোগিতায় শুরু হচ্ছে উদ্যোক্তা গবেষণা ফেলোশিপ প্রোগ্রাম। বুধবার রাজধানীর মাইডার সেন্টারে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্বের সূচনা হয়। এতে জানানো হয়, এই ফেলোশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো দেশের নানান শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুকুলে একটি গবেষণামূলক পরিবেশ তৈরি করা যা শুধু তাদেরই নয় বরং সম্পূর্ণ স্টার্টআপ কমিউনিটিকে সাহায্য করবে । ৮ মাসব্যাপী এই কার্যক্রম ২ ধাপে পরিচালিত হবে। প্রত্যেক পর্বে ৪ জন গবেষকসহ মোট আট জন অংশগ্রহণের সুবিধা পাবেন । প্রত্যেক গ্রুপকে সম্মাননা হিসেবে ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে । অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। -অর্থনৈতিক রিপোর্টার
×