ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে পাঁচ বিদেশী ক্লাব চূড়ান্ত

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ জানুয়ারি ২০১৭

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে পাঁচ বিদেশী ক্লাব চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ ফেব্রুয়ারি বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর দ্বিতীয় আসর। এবারের আসরে পাঁচ বিদেশী ক্লাব দলের সঙ্গে অংশ নেবে তিন দেশীয় ক্লাব (দুই আবাহনী এবং মোহামেডান)। চার বিদেশী ক্লাব দলের নাম চূড়ান্ত হয়েছিল কদিন আগেই। পঞ্চম দলটিও নিশ্চিত করে ফেলেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দলটি হচ্ছে- মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার (টিসি) স্পোর্টস ক্লাব। ২০১৪ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠে আসে দলটি। চার বিদেশী ক্লাবের মধ্যে এরই মধ্যে অংশগ্রহণের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে দক্ষিণ কোরিয়ান দ্বিতীয় বিভাগ লীগের চ্যাম্পিয়ন দল কোচেন কোরিয়া, আফগানিস্তানের পেশাদার লীগের শাহিন আসমায়ি, নেপাল লীগ চ্যাম্পিয়ন মানাং মারসিয়াংদি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। শুধু বাকি আছে কম্বোডিয়ার একটি ক্লাব দল। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, এই আসরে কম্বোডিয়ার একটি দল অবশ্যই খেলবে, তবে কোন ক্লাবটি খেলবে সেটা খুব শীঘ্রই তারা জানাবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে প্রতিটি দলই পাঁচ বিদেশী খেলোয়াড় দলে রেখে মাঠে সর্বোচ্চ চারজনকে খেলাতে পারবে। প্রতিটি দলই হবে ৩০ জনের, যার মধ্যে খেলোয়াড় সংখ্যা ২৩। এই আসর উপলক্ষে একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হবে, যার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন বলে জানা গেছে বাফুফের একটি সূত্র থেকে।
×