ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশানে খেলার মাঠ নির্মাণে বিজেএমসির ১০ বিঘা জমি হস্তান্তর

প্রকাশিত: ০৪:০৬, ২৪ জানুয়ারি ২০১৭

গুলশানে খেলার মাঠ নির্মাণে বিজেএমসির ১০ বিঘা জমি হস্তান্তর

অর্থনৈতিক রিপোর্টার ॥ আধুনিক খেলার মাঠ ও জিমনেসিয়াম নির্মাণের জন্য বিজেএমসির মালিকানাধীন গুলশানস্থ ১০.৩৩ বিঘা (২০৬.৭০৫ কাঠা) জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়েছে। জমি হস্তান্তরে অংশগ্রহণ করেন বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ। সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে এ জমি হস্তান্তর অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই জমি যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন গুলশানস্থ ১০.৩৩ বিঘা (২০৬.৭০৫ কাঠা) জমিতে আধুনিক খেলার মাঠ ও জিমনেসিয়াম নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর সানুগ্রহ নির্দেশনা প্রদান করেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, রাজধানী ঢাকার বুকে খেলার মাঠ তো দূরে থাক, ফাঁকা জায়গাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকের যারা শিশু-কিশোর তাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ, মুক্তভাবে মুক্ত আকাশের নিচে নির্বিঘেœ ছোটাছুটির সুযোগ। সে কথা বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় এ জমিতে হচ্ছে খেলার মাঠ। প্রতিমন্ত্রী আরো বলেন, সোনালি আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করতে পাট চাষীদের সোনালি স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে সরকার। এজন্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধ, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পাটকলগুলোকে উৎপাদনমুখী করতে ও যথাসময়ে পাট ক্রয়ের জন্য বাংলাদেশ জুট মিল কর্পোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পাটখাতে দীর্ঘদিনের যে অচলাবস্থা ছিল তা দূর হবে।
×