ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বহুমুখী উন্নয়নে পাল্টে যাচ্ছে রাজশাহী

প্রত্নতত্ত্ব সংরক্ষণে ভারতের ২২ কোটি টাকা অনুদান

প্রকাশিত: ০৪:০৫, ২৪ জানুয়ারি ২০১৭

প্রত্নতত্ত্ব সংরক্ষণে ভারতের ২২ কোটি টাকা অনুদান

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী মহানগর এলাকায় অবস্থিত প্রতœতত্ত্বের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এজন্য ২২ কোটি টাকার অনুদান দিচ্ছে ভারত সরকার। এ নিয়ে আগামী ২৯ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। তিনি বলেন, ভারত সরকারের অনুদানে ২১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ভারত সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থে নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারি এলাকার প্রাচীন গ্রন্থাগার সংস্কার করার হবে। এছাড়া ওইসব মন্দির ও গ্রন্থাগার সংযোগ সড়কও সংস্কার এ প্রকল্পের আওতায় রয়েছে বলে জানান তিনি। মেয়র বলেন, দ্বিতীয় পর্যায়ে ভারত সরকার ১১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা দেবে। সে অর্থে রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশের উন্নয়নে কাজ করা হবে। তিনি বলেন, আগামী ২৯ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হবে। এ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়। এ মতবিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। স্মারক স্বাক্ষরকালে ভারতীয় হাইকমিশনার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে সার্বিক উন্নয়ন কর্মকা-ে আগামী দুই-তিন বছরের মধ্যে রাজশাহীর অর্থনীতিও পাল্টে যাবে বলে আশাপ্রকাশ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি মনিরুজ্জামান মনি। তিনি বলেন, আমরা রাজশাহীর অর্থনীতির উন্নয়নে সম্ভাবনাময় অনেক কিছু দেখছি। যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান হবে। তখন রাজশাহীর প্রেক্ষাপট পাল্টে যাবে। চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, রাজশাহীর উন্নয়নে নানা পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে। যার মধ্যে কয়েকটি মেগা প্রকল্প রয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, রাজশাহীতে অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পবা উপজেলার মাড়িয়া এলাকায় ২০৫ একর জমির ওপর এই অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার সময়ে রাজশাহীতে অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্য সরকারের কাছে প্রস্তাব দেন। সে সময় খায়রুজ্জামান লিটনের সেই প্রস্তাবে সরকার সায় দেয়। এছাড়াও রাজশাহী শিল্পনগরী সম্প্রসারণের কাজও শুরু হয়েছে বলে জানান মনি। তিনি বলেন, রাজশাহীতে প্রাইভেট পার্টনারশিপে পাঁচতারা হোটেল নির্মাণের জন্য সরকার সায় দিয়েছে। জমি নির্ধারণ ও অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া শেষ হলে অর্থ বরাদ্দসহ ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলেন মনি। এছাড়া রাজশাহীতে বঙ্গবন্ধু সিলিকন সিটি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। যা রাজশাহীর অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
×