ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০২, ২৪ জানুয়ারি ২০১৭

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকা লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১ কোম্পানির মোট এক কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৪৮৯টি শেয়ার ১৯ বার লেনদেন হয়েছে, যার বাজারদর ৪৮ কোটি ১১ লাখ ৬১ হাজার টাকা। এ মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো- এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, মবিল যমুনা, প্যারামাউন্ট টেক্সটাইল, এসইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিক হোটেল এবং জাহিন স্পিনিং। সোমবার ব্লক মার্কেটে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬০ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য পাঁচ কোটি ২২ লাখ টাকা। বিএটিবিসির ২৭ হাজার ৪৮৯টি শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজারমূল্য ছয় কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকা। ব্র্যাক ব্যাংকের ১১ লাখ ৬৪ হাজার শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজারমূল্য সাত কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ ল্যাম্পসের মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল এক টাকা ১৪ পয়সা। এ হিসাবে কোম্পানিটির আয় কমেছে ২৬ শতাংশ। কোম্পানিটির ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) কোম্পানির ইপিএস হয়েছে ৫৪ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৯১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×