ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবু ভাল কিছু প্রত্যাশা করছেন সোহান

প্রকাশিত: ০৫:৫৯, ২৩ জানুয়ারি ২০১৭

তবু ভাল কিছু প্রত্যাশা করছেন সোহান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয়দিন শেষে জয়ের সম্ভাবনার কথাই জানিয়েছিলেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। তৃতীয়দিন বৃষ্টিতে একটি বলও মাঠে না গড়ানোতে এখন দ্বিতীয় টেস্টে ড্র দেখছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বৃষ্টিতে তৃতীয়দিনটি পরিত্যক্ত হওয়ার পর সোহান বলেন, ‘এ অবস্থায় ম্যাচটা ড্র করাটা আমাদের প্রথম টার্গেট থাকবে।’ সঙ্গে যোগ করেন, ‘আরও ভাল কোন সুযোগ এলে মাঠেই নতুন পরিকল্পনা ঠিক করা হবে।’ তিনদিন শেষ। হাতে আছে দুইদিন। দুই দলের একটি করে ইনিংস আছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের এখনও তিন উইকেট বাকি আছে। ম্যাচটি ড্র’র পথেই এগিয়ে চলেছে। যদি বাংলাদেশ ব্যাটসম্যানরা খারাপ না করেন, তাহলে ড্র’ই ক্রাইস্টচার্চ টেস্টের পরিণতি হতে যাচ্ছে। এরপরও সোহান আশায় আছেন। সেই আশা কী? সোহান জানিয়েছেন, ‘টেস্টের আরও দুইদিন বাকি আছে। দল হিসেবে ভাল খেলতে পারলে ইনশাআল্লাহ ভাল ফল হবে। দুইদিনে অনেক কিছুই সম্ভব। আমরা অন্তত ইতিবাচকভাবেই চিন্তা করছি।’ দুইদিনে আসলেই অনেক কিছু হওয়া সম্ভব। গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাই হয়েছে। প্রথম টেস্টে হারের পর মিরপুর টেস্টটিতে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তিনদিনেই জিতেছিল টেস্ট। প্রথমদিনে শেষ বেলায় ২২০ রানে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয়দিন দ্বিতীয় সেশনের মধ্যগগনে গিয়ে ইংল্যান্ড ২৪৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয়দিনে শেষ সেশন শুরুর আগে বাংলাদেশ ২৯৬ রানে অলআউট হলো। ইংল্যান্ডের সামনে জিততে ২৭৩ রানের টার্গেট দাঁড় হলো। শেষ সেশনেই ইংল্যান্ড ১৬৪ রানে গুটিয়ে গেল। বাংলাদেশ জিতে গেল। তার মানে তিনদিন খেলা হলেও জয় সম্ভব। এখানে খেলা হচ্ছে নিউজিল্যান্ডে। আর নিউজিল্যান্ড দলটিও অনেক শক্তিশালী। হাতে থাকা দুইদিন খেলা হলে যে কোন দলের পক্ষে ফল যেতেও পারে। নিজেদের দিকে ফল বের করে নিতে অবশ্য বাংলাদেশ ব্যাটসম্যানদের ভাল ব্যাটিং করতে হবে। অন্তত আজ সকালে দ্রুত নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে সারাদিন ভাল ব্যাটিং করে যেতে হবে। স্কোরবোর্ডে এমন রান যোগ করতে হবে, যেন নিউজিল্যান্ড অন্তত জয় তুলে নিতে না পারে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড জেতার চেষ্টা করলে বিপদেও পড়তে পারে। বাংলাদেশ বোলাররা দুর্দান্ত বল করলে নিউজিল্যান্ড হারতেও পারে। না হারলেও ড্র হবে ম্যাচ। ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা সোহান মনে করেন, ‘আমাদের কন্ডিশনের চেয়ে এখানে উইকেট একটু ভিন্ন।’ তবে স্বাভাবিক খেলাটা খেললে যে রান করা সম্ভব, তা বুঝছেন সোহান। নিজেও প্রথম ইনিংসে ৪৭ রানের ইনিংস খেলেছেন। সোহান তাই বলেন, ‘স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। একটু দেখেশুনে খেলার ইচ্ছা ছিল, যেন সময় নিয়ে খেলতে পারি। অভিষেক টেস্টটা আল্লাহর রহমতে ভালই হচ্ছে।’ নিজের পারফর্মেন্সের কথাও বলেছেন সোহান, ‘মাঠে নামার পর আর কিছু চিন্তা করিনি। ওদের ওয়ানডের উইকেটের চেয়েও টেস্ট ম্যাচের উইকেট ভিন্ন। প্রথম শ্রেণীর ক্রিকেট যেভাবে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করেছি এখানে। তবে কন্ডিশনের কারণে টেকনিক কিছুটা পরিবর্তন করে ব্যাটিং করেছি।’ তাতেই সোহান সাফল্য পেয়েছেন। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা সাফল্য পেলেই অন্তত ড্র ফল মিলবে। সেদিকেই নজর সোহানের।
×