ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন, ওজনিয়াকি-সিবুলকোভার বিদায়

ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় নাদাল

প্রকাশিত: ০৪:১১, ২২ জানুয়ারি ২০১৭

ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন লেগেই আছে। বড় বড় তারকারা বিদায় নিচ্ছেন একে একে। মহিলা এককেই ঘটছে বেশি। এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ইউজেনি বাউচার্ড, এলিনা ভিতোলিনা ও সারা ইরানির পর তৃতীয় পর্ব থেকেই ছিটকে গেছেন ১৭ নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, ৬ নম্বর সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা ও ১৪ নম্বর রাশিয়ার এলেনা ভেসনিনা। শেষ ষোলোয় ঠাঁই করে নিয়েছেন ৯ নম্বর ব্রিটিশ তারকা জোহানা কন্টা, রাশিয়ার একাতেরিনা মাকারোভা, ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি ও যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি। আর পুরুষ এককে চতুর্থ পর্বে উঠে গেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অবশ্য ৫ সেটের কঠিন লড়াই শেষে কষ্টার্জিত এক জয় পেয়েছেন বর্তমান বিশ্বের এ ৯ নম্বর তারকা। এছাড়া শেষ ষোলোয় উঠেছেন অস্ট্রিয়ার ৮ নম্বর ডোমিনিক থিয়েম, ১১ নম্বর বেলজিয়ামের ডেভিড গোফিন ও ১৩ নম্বর স্পেনের রবার্তো বাতিস্তা। এবার অস্ট্রেলিয়ান ওপেনের শুরুর ম্যাচে দারুণ এক জয় তুলে নেয়ার পর নাদাল ঘোষণা দিয়েছিলেন তিনি ফুরিয়ে যাননি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং আবারও নিজেকে শীর্ষ অবস্থানে আসীনের সর্বোচ্চ প্রচেষ্টাই চালাবেন। সেটা তিনি বেশ ভালভাবেই করে দেখাচ্ছেন। কিন্তু তৃতীয় রাউন্ডে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েছেন তিনি। জার্মান তরুণ আলেক্সান্ডার ভেরেভ কঠিন চাপে রেখেছিলেন তাকে। শনিবার লড়াইটা স্থায়ী হয়েছে ৫ সেট পর্যন্ত। প্রথম সেটেই হেরে যান নাদাল। দ্বিতীয় ও শেষ দুই সেট জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন। ১৯ বছর বয়সী ভেরেভ দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছেন ৪-৬, ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-২ সেটে। থিয়েমও কিছুটা সমস্যায় পড়েছিলেন। তবে তিনি ফরাসী তারকা বেনো পেয়ারকে হারিয়েছেন ৬-১, ৪-৬, ৬-৪ ও ৬-৪ সেটে। এছাড়া গোফিন ৬-৩, ৬-২,. ৬-৪ সেটে ২০ নম্বর ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচকে, বাতিস্তা ৭-৫, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৩) ও ৬-৪ সেটে ২১ নম্বর স্পেনের ডেভিড ফেরারকে ও উজবেকিস্তানের অবাছাই ডেনিস ইস্তোমিন ৬-৪, ৪-৬, ৬-৪, ৪-৬ ও ৬-২ সেটে ৩০ নম্বর স্পেনের পাবলো ক্যারেরোকে হারিয়ে দেন। মেয়েদের এককে অঘটন অব্যাহত রয়েছে। শনিবার তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সিবুলকোভা, ভেসনিনা ও ওজনিয়াকি। দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের অবাছাই জেনিফার ব্র্যাডি প্রথম চমক দেন। তিনি রাশিয়ান তরুণী ভেসনিনার বিরুদ্ধে জয় তুলে নেন ৭-৬ (৭-৪), ৬-২ সেটে। সবচেয়ে বড় অঘটনটা ছিল এদিন রাশিয়ান সুন্দরী মাকারোভার জয়। ৩০ নম্বর বাছাই এ তরুণী ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ সেটে সেøাভাক তারকা সিবুলকোভাকে পরাজিত করেন। দিনের শেষ ম্যাচে ওজনিয়াকি হেরে যান অবশ্য সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রিটিশ কন্টার কাছে।
×